logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ায় সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো প্রথম স্ট্রিট লাইব্রেরি

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৪ দিন আগে
Copied!
অস্ট্রেলিয়ায় সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো প্রথম স্ট্রিট লাইব্রেরি

অস্ট্রেলিয়ার ইতিহাসে যুক্ত হলো এক অনন্য অধ্যায়। প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের অফিসে উদ্বোধন করা হয়েছে স্ট্রিট লাইব্রেরি। যা বই, ভালোবাসা ও কমিউনিটি ঐক্যের প্রতীক হিসেবে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পার্লামেন্টের হুইপ ও লেপিংটনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি এমপির স্থানীয় সংসদীয় অফিসে উদ্বোধন করা হয়েছে ২০তম এ-বি স্ট্রিট লাইব্রেরি। এটি শুধু এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সাফল্য নয়, বরং গোটা অস্ট্রেলিয়ার জন্য এক গর্বের মুহূর্ত —কারণ এই প্রথম কোনো পার্লামেন্ট সদস্যের অফিসে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Street Library 2

উদ্বোধনী অনুষ্ঠানে নাথান হ্যাগার্টি এমপি বলেন, এটি আমাদের নির্বাচনী এলাকার মানুষের জন্য এক উন্মুক্ত সুযোগ। এখানে যেকেউ এসে একটি বই নিতে পারেন এবং যার হাতে বাড়তি বই আছে, তিনি রেখে যেতে পারেন। আসুন, আমাদের অফিসে আসুন, এই সুন্দর উদ্যোগের সুফল ভোগ করুন।

তিনি আরও বলেন, এটি কেবল একটি বইয়ের বাক্স নয়, এটি জ্ঞান, উদারতা ও কমিউনিটির সংযোগের প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ম্যানস শেড ম্যাকোয়ারি ফিল্ডসের স্বেচ্ছাসেবকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এমপি সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন। এই সম্মাননা মুহূর্তটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় দিক ছিল।

Street Library 3

অনুষ্ঠানটি পরিচালনা করেন এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সহ-প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আশ রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিস সোনালি লুথরা, আল-ফয়সাল কলেজের অধ্যক্ষ, যাঁর নেতৃত্বে শিক্ষার্থীরা লাইব্রেরির সৃজনশীল নকশা ও চিত্রায়ন সম্পন্ন করে।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ফিল ওয়াট (ম্যানস শেড ম্যাকোয়ারি ফিল্ডস), মোয়ানা ও ডায়ানা (হ্যান্ডস অন হার্টস) এবং কমিউনিটির বিশিষ্ট সদস্য মো. শফিকুল আলম, কাইসার আহমেদ, তামান্না রহমান, জুঁই সেন পাল, হিমেল মাহমুদ অর্ণব ও মিজানুর রহমান।

Street Library 4

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সভাপতি কামাল পাশা বলেন, আমরা করোনা মহামারির সময় শুরু করেছিলাম বই বিনিময়ের এই মানবিক যাত্রা। পাঁচ বছর পর আজ এই উদ্যোগ অস্ট্রেলিয়ান স্টেট পার্লামেন্টের স্থানীয় কার্যলয়ে পৌঁছে গেছে—এটা শুধু আমাদের নয়, সমগ্র কমিউনিটির অর্জন। বই, ভালোবাসা ও ঐক্যের এই আন্দোলন এখানেই শেষ নয়, এটি অগ্রযাত্রার নতুন অধ্যায়।

Street Library 5

এই অনন্য উদ্যোগ শুধু পাঠাভ্যাস বাড়াবে না, বরং সমাজে একতা, উদারতা ও পারস্পরিক সহযোগিতার চেতনা জাগিয়ে তুলবে। এটি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজের এক সুন্দর প্রতিফলন।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে