logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ায় সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো প্রথম স্ট্রিট লাইব্রেরি

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া০৬ নভেম্বর ২০২৫
Copied!
অস্ট্রেলিয়ায় সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো প্রথম স্ট্রিট লাইব্রেরি

অস্ট্রেলিয়ার ইতিহাসে যুক্ত হলো এক অনন্য অধ্যায়। প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের অফিসে উদ্বোধন করা হয়েছে স্ট্রিট লাইব্রেরি। যা বই, ভালোবাসা ও কমিউনিটি ঐক্যের প্রতীক হিসেবে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পার্লামেন্টের হুইপ ও লেপিংটনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি এমপির স্থানীয় সংসদীয় অফিসে উদ্বোধন করা হয়েছে ২০তম এ-বি স্ট্রিট লাইব্রেরি। এটি শুধু এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সাফল্য নয়, বরং গোটা অস্ট্রেলিয়ার জন্য এক গর্বের মুহূর্ত —কারণ এই প্রথম কোনো পার্লামেন্ট সদস্যের অফিসে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Street Library 2

উদ্বোধনী অনুষ্ঠানে নাথান হ্যাগার্টি এমপি বলেন, এটি আমাদের নির্বাচনী এলাকার মানুষের জন্য এক উন্মুক্ত সুযোগ। এখানে যেকেউ এসে একটি বই নিতে পারেন এবং যার হাতে বাড়তি বই আছে, তিনি রেখে যেতে পারেন। আসুন, আমাদের অফিসে আসুন, এই সুন্দর উদ্যোগের সুফল ভোগ করুন।

তিনি আরও বলেন, এটি কেবল একটি বইয়ের বাক্স নয়, এটি জ্ঞান, উদারতা ও কমিউনিটির সংযোগের প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ম্যানস শেড ম্যাকোয়ারি ফিল্ডসের স্বেচ্ছাসেবকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এমপি সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন। এই সম্মাননা মুহূর্তটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় দিক ছিল।

Street Library 3

অনুষ্ঠানটি পরিচালনা করেন এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সহ-প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আশ রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিস সোনালি লুথরা, আল-ফয়সাল কলেজের অধ্যক্ষ, যাঁর নেতৃত্বে শিক্ষার্থীরা লাইব্রেরির সৃজনশীল নকশা ও চিত্রায়ন সম্পন্ন করে।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ফিল ওয়াট (ম্যানস শেড ম্যাকোয়ারি ফিল্ডস), মোয়ানা ও ডায়ানা (হ্যান্ডস অন হার্টস) এবং কমিউনিটির বিশিষ্ট সদস্য মো. শফিকুল আলম, কাইসার আহমেদ, তামান্না রহমান, জুঁই সেন পাল, হিমেল মাহমুদ অর্ণব ও মিজানুর রহমান।

Street Library 4

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সভাপতি কামাল পাশা বলেন, আমরা করোনা মহামারির সময় শুরু করেছিলাম বই বিনিময়ের এই মানবিক যাত্রা। পাঁচ বছর পর আজ এই উদ্যোগ অস্ট্রেলিয়ান স্টেট পার্লামেন্টের স্থানীয় কার্যলয়ে পৌঁছে গেছে—এটা শুধু আমাদের নয়, সমগ্র কমিউনিটির অর্জন। বই, ভালোবাসা ও ঐক্যের এই আন্দোলন এখানেই শেষ নয়, এটি অগ্রযাত্রার নতুন অধ্যায়।

Street Library 5

এই অনন্য উদ্যোগ শুধু পাঠাভ্যাস বাড়াবে না, বরং সমাজে একতা, উদারতা ও পারস্পরিক সহযোগিতার চেতনা জাগিয়ে তুলবে। এটি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজের এক সুন্দর প্রতিফলন।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে