নিউ সাউথ ওয়েলস রাজ্য পার্লামেন্টের হুইপ ও লেপিংটনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি এমপির স্থানীয় সংসদীয় অফিসে উদ্বোধন করা হয়েছে ২০তম এ-বি স্ট্রিট লাইব্রেরি।
এই ‘লিটল লাইব্রেরি’ প্রকল্পটি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের বৃহত্তর কমিউনিটি সাক্ষরতা কর্মসূচির অংশ, যার লক্ষ্য—স্থানীয় বাসিন্দাদের বই পড়ার অনুপ্রেরণা দেওয়া এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা।