logo
প্রবাসের খবর

আমিরাতে লটারি জিতলেন বাংলাদেশি আবদুল আজিজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ মার্চ ২০২৫
Copied!
আমিরাতে লটারি জিতলেন বাংলাদেশি আবদুল আজিজ
ছবি: গালফ নিউজের সৌজন্যে

সংযুক্ত আরব আমিরাতে ৩ লাখ ৬০ হাজার দিরহামের লটারি জিতেছেন চারজন। এর মধ্যে তৃতীয় হয়েছেন একজন বাংলাদেশি। আবুধাবিতে চালকের চাকরি করা ওই বাংলাদেশির নাম মোহাম্মদ আবদুল আজিজ জাবাল। তিনি ৯০ হাজার দিরহাম (প্রায় ৩০ লাখ টাকা) জিতেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ৫৬ বছর বয়সী জাবাল একজন বেসরকারি গাড়িচালক। ১৯৯৫ সাল থেকে আবুধাবিতে থাকেন তিনি। ২৫ জনের একটি দল এই টিকিটের অংশীদার। যখন তিনি লটারি জেতার ফোন পান, তখন খুবই অবাক হন।

জাবাল বলেন, ‘আমি খুবই হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু খুব খুশিও হয়েছিলাম।’ তাঁর জন্য এই জয় কেবল ব্যক্তিগত জয় নয়। জাবালের ভাষ্য, ‘এই জয় কেবল আমার এবং আমার পরিবারের জন্য নয়, বরং আমার বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের জন্যও।’

আবদুল আজিজের পরিকল্পনা হলো পুরস্কারের টাকা তাঁর দলের সঙ্গে ভাগ করে নেওয়া এবং বাকিটা তাঁর পরিবারের সঙ্গে উপভোগ করা। জেতা সত্ত্বেও, তিনি টিকিট কেনা চালিয়ে যাওয়ার যাবেন এবং তাঁর বিগ টিকিটের যাত্রায় আরও লটারি জেতার জন্য উন্মুখ হয়ে আছেন বলে জানান জাবাল।

লটারি জেতা বাকিরা হলেন দুবাইয়ের কানাডীয় চিফ অপারেটিং অফিসার খালদুন সাইমৌহ (৪৭), ভারতীয় ফিন্যান্স প্রফেশনাল অক্ষয় ট্যান্ডন (৩৯) ও ভারতীয় রবিন বারঘেস।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৯ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে