
বিডিজেন ডেস্ক

পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে চুক্তিটি বাতিল করল নয়াদিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত শীর্ষ সংস্থা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) এই সিদ্ধান্ত নিয়েছে।
কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছে। এই হামলার প্রাথমিক তদন্তে পাকিস্তানের কিছু গোষ্ঠীর সংযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিলের ঘোষণা দিল সিসিএস।
১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ অভিন্ন নদী সিন্ধু নদের পানিবণ্টনের বিষয়ে দেশ দুটি চুক্তিতে উপনীত হয়। চুক্তিটি সই হয় করাচিতে। চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এ চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। দুই দেশের মধ্যে নানা সময়ে বৈরী পরিস্থিতি থাকলেও সময়ে সময়ে এই চুক্তি নবায়ন হয়েছে।
কিন্তু এবার কাশ্মীরে হামলার জেরে সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল করল ভারত। এনডিটিভির খবরে বলা হয়, চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।
এই গ্রীষ্মকালে চুক্তিটি স্থগিত করার অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না। সিন্ধু পানিবণ্টন চুক্তির ওপর পাকিস্তানের বিপুল মানুষ সংকটে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে চুক্তিটি বাতিল করল নয়াদিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত শীর্ষ সংস্থা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) এই সিদ্ধান্ত নিয়েছে।
কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছে। এই হামলার প্রাথমিক তদন্তে পাকিস্তানের কিছু গোষ্ঠীর সংযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিলের ঘোষণা দিল সিসিএস।
১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ অভিন্ন নদী সিন্ধু নদের পানিবণ্টনের বিষয়ে দেশ দুটি চুক্তিতে উপনীত হয়। চুক্তিটি সই হয় করাচিতে। চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এ চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। দুই দেশের মধ্যে নানা সময়ে বৈরী পরিস্থিতি থাকলেও সময়ে সময়ে এই চুক্তি নবায়ন হয়েছে।
কিন্তু এবার কাশ্মীরে হামলার জেরে সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল করল ভারত। এনডিটিভির খবরে বলা হয়, চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।
এই গ্রীষ্মকালে চুক্তিটি স্থগিত করার অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না। সিন্ধু পানিবণ্টন চুক্তির ওপর পাকিস্তানের বিপুল মানুষ সংকটে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।