logo
প্রবাসের খবর

দেশে ফেরানো হচ্ছে রিশাদ-নাহিদ রানাকে, পিএসএল সরে গেল অআমিরাতে

ভারত-পাকিস্তান সংঘাত

প্রতিবেদক, বিডিজেন০৯ মে ২০২৫
Copied!
দেশে ফেরানো হচ্ছে রিশাদ-নাহিদ রানাকে, পিএসএল সরে গেল অআমিরাতে
ফেরানো হচ্ছে রিশাদ, নাহিদ রানাকে

অপারেশন সিঁদুরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। এতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় রাওয়ালপিন্ডিতে অবস্থান করছিলেন বাংলাদেশর দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। রিশাদ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সে খেলছেন, নাহিদ রানা খেলছেন পেশোয়ার জালমিতে। তারা সুস্থ ও অক্ষত আছেন। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আজ শুক্রবার লাহোর ও পেশোয়ারের মুখোমুখি হওয়ার কথা ছিল।

এদিকে, ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পিএসএলের এই মৌসুমে এখনো ৮টি ম্যাচ বাকি আছে।

তবে রিশাদ ও নাহিদ রানাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশে ফিরিয়ে আনার কথাই ভাবছে। যুদ্ধের কারণে পাকিস্তানের আকাশসীমা এ মুহূর্তে বন্ধ। করাচি, লাহোর, ইসলামাবাদ বিমানবন্দরও বন্ধ। তাই রিশাদ ও নাহিদ রানাকে সুযোগ বুঝে দেশে ফিরিয়ে আনা হবে। ইসলামাবাদস্থ বাংলাদেশ হাই কমিশন দুই বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এ মাসের ২০ তারিখ সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশের পাকিস্তান সফর অনিশ্চিতই হয়ে গেছে। যুদ্ধের ভয়াবহতা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হওয়ার কথা রয়েছে ফয়সলাবাদ ও লাহোরে। ২৫শে মে শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিলো ৩ জুন। বিসিবির তরফ থেকে জানা গেছে তারা কোনোভাবেই পাকিস্তান সফরে পাঠিয়ে ক্রিকেটারদের জন্য ঝুঁকি বাড়াবে না। দল পাঠানোর আগে তারা পর্যবেক্ষক পাঠিয়ে নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নেবে।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

২০ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

২০ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে