
বিডিজেন ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশি এলাকায় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন। হেলিকপ্টারটিতে মোট ৭ জন আরোহী ছিলেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরকাশির গঙ্গনানি এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি দেরাদুন থেকে গঙ্গোত্রী ধামে যাচ্ছিল।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে গঙ্গোত্রী জাতীয় সড়কের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত কর্মীরা।
এনডিটিভি জানিয়েছে, যে ৬ জন নিহত হয়েছেন তাদের ৫ জনই নারী পর্যটক। তাদের মধ্যে ৩ জন মুম্বাইয়ের, একজন উত্তর প্রদেশের ও অন্যজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। হেলিকপ্টারটির গুজরাটি পাইলট রবিন সিংও (৬০) নিহত হয়েছেন।
হেলিকপ্টারটি হেলি অ্যারোট্রান্স কোম্পানির। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সকালে দেরাদুনের সহস্রধারা হেলিপ্যাড থেকে হরশিল যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে এটি।
এ ঘটনার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশি এলাকায় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন। হেলিকপ্টারটিতে মোট ৭ জন আরোহী ছিলেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরকাশির গঙ্গনানি এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি দেরাদুন থেকে গঙ্গোত্রী ধামে যাচ্ছিল।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে গঙ্গোত্রী জাতীয় সড়কের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত কর্মীরা।
এনডিটিভি জানিয়েছে, যে ৬ জন নিহত হয়েছেন তাদের ৫ জনই নারী পর্যটক। তাদের মধ্যে ৩ জন মুম্বাইয়ের, একজন উত্তর প্রদেশের ও অন্যজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। হেলিকপ্টারটির গুজরাটি পাইলট রবিন সিংও (৬০) নিহত হয়েছেন।
হেলিকপ্টারটি হেলি অ্যারোট্রান্স কোম্পানির। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সকালে দেরাদুনের সহস্রধারা হেলিপ্যাড থেকে হরশিল যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে এটি।
এ ঘটনার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।