logo
প্রবাসের খবর

গাভাস্কারের মন্তব্যে খেপেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা

প্রতিবেদক, বিডিজেন০৮ মে ২০২৫
Copied!
গাভাস্কারের মন্তব্যে খেপেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা
সুনীল গাভাস্কার এশিয়া কাপে পাকিস্তানের খেলার কোনো সম্ভাবনা দেখেন না।

জাভেদ মিয়াঁদাদ বিশ্বাসই করতে পারছেন না, সুনীল গাভাস্কার এমন কিছু বলতে পারেন। তিনি বলেছেন,‘আমি বিশ্বাস করি না সানি ভাই (সুনীল গাভাস্কার) এমন কথা বলতে পারেন। তিনি খুবই নম্র-ভদ্র একজন মানুষ। সব সময় নিজেকে রাজনীতির নোংরামি থেকে দূরে রেখেছেন।’

একই ধরনের মন্তব্য সাবেক পাকিস্তানি বাঁ হাতি স্পিনার ইকবাল কাশিমের। তিনি লিখেছেন, ‘সুনীল গাভাস্কার ভারত ও পাকিস্তান দুই দেশেই খুব শ্রদ্ধাভাজন এক ব্যক্তি। সবাই তাঁকে পছন্দ করেন। আমার মনে হয় খেলাধুলাকে রাজনীতি থেকে সব সময় দূরেই রাখা উচিত।’

সুনীল গাভাস্কার সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তানকে ভারত অংশ নিতে দেবে না বলে শঙ্কা ব্যক্ত করেছেন। একই সঙ্গে বর্তমান উদ্ভুত কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিলুপ্ত হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন।

ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত সরকারের নির্দেশনা অনুযায়ীই কাজ করবে। পরিস্থিতির নাটকীয় কোনো পরিবর্তন না ঘটলে আমি ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপে পাকিস্তানের খেলার কোনো দূরতম সম্ভাবনা দেখি না।’ গাভাস্কারের মতে, বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের যে অবস্থা, দুই দেশের সংঘাতময় সম্পর্ক বিবেচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) বিলুপ্ত হয়ে যেতে পারে।

এদিকে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলী অবশ্য গাভাস্কারের মন্তব্যের ব্যাপারে জাভেদ মিয়াঁদাদ ও ইকবাল কাশিমের মতো অতটা নরম নন। তিনি সরাসরিই গাভাস্কারের মন্তব্যকে ‘বোকার মতো’ বলছেন। তিনি মনে করেন গাভাস্কার যা বলেছেন, সেটা তাঁর অনুমান-নির্ভর মন্তব্য। ক্রিকেটকে সব সময়ই রাজনীতির বাইরে রাখা উচিত বলেও মন্তব্য পাকিস্তানের সাবেক এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।

আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় ১৭তম এশিয়া কাপের আসর বসার কথা। অংশ নেওয়ার কথা ৮টি দলের। এর মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান সরাসরি এশিয়া কাপে খেলবে। বাকি ৩টি দেশ ২০২৪ সালের এসিসি প্রিমিয়ার কাপের মাধ্যমে এশিয়া কাপে যোগ্যতা অর্জন করেছে। এই তিনটি দেশ হলো—হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৪ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৫ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে