
সহিদুল আলম স্বপন

কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যায় আমার দিনগুলো,
ঘড়ির কাঁটা চোখ বেঁধে হাঁটে,
সময় আর আমি মুখোমুখি হয়ে
একে অপরকে চিনতে পারি না।
শহরের আলো ঝাপসা হয়ে আসে,
স্বপ্নগুলোও ঠিকানা ভুলে যায়,
আমি দাঁড়িয়ে থাকি এক অদৃশ্য মোড়ে
যেখানে অতীত আর ভবিষ্যৎ
একই কুয়াশায় ঢাকা।
কিছু না বলা শব্দ জমে থাকে বুকে,
হিমেল নিঃশ্বাসে জমাট বাঁধে প্রশ্ন,
আমি হাত বাড়াই নিশ্চিত দিনের দিকে—
কিন্তু আঙুলে ধরা পড়ে শুধু অনিশ্চয়তা।
তবু এই কুয়াশার বুক চিরেই
কোথাও একটা আলো জন্ম নেয়,
আমি জানি না সে সূর্য না মানুষ,
শুধু জানি—
আমার সময় একদিন নিজেকেই চিনে নেবে।
*সহিদুল আলম স্বপন , জেনেভা, সুইজারল্যান্ড

কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যায় আমার দিনগুলো,
ঘড়ির কাঁটা চোখ বেঁধে হাঁটে,
সময় আর আমি মুখোমুখি হয়ে
একে অপরকে চিনতে পারি না।
শহরের আলো ঝাপসা হয়ে আসে,
স্বপ্নগুলোও ঠিকানা ভুলে যায়,
আমি দাঁড়িয়ে থাকি এক অদৃশ্য মোড়ে
যেখানে অতীত আর ভবিষ্যৎ
একই কুয়াশায় ঢাকা।
কিছু না বলা শব্দ জমে থাকে বুকে,
হিমেল নিঃশ্বাসে জমাট বাঁধে প্রশ্ন,
আমি হাত বাড়াই নিশ্চিত দিনের দিকে—
কিন্তু আঙুলে ধরা পড়ে শুধু অনিশ্চয়তা।
তবু এই কুয়াশার বুক চিরেই
কোথাও একটা আলো জন্ম নেয়,
আমি জানি না সে সূর্য না মানুষ,
শুধু জানি—
আমার সময় একদিন নিজেকেই চিনে নেবে।
*সহিদুল আলম স্বপন , জেনেভা, সুইজারল্যান্ড
গণতন্ত্রের উত্তরণ মানে কেবল নির্বাচন বা ক্ষমতার রদবদল নয়। এর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং নাগরিকের জানার অধিকার। গণমাধ্যম যদি এই দায়িত্ব পূর্ণভাবে পালন করতে না পারে, তবে গণতন্ত্রও খোঁড়া হয়ে পড়ে।
চীন গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তবু তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর। অন্যদিকে বহু দেশ গণতন্ত্রের নামে সংগ্রাম করেও স্বৈরাচারের ফাঁদে পড়ছে। এই বৈপরীত্য বোঝায়—গণতন্ত্র কোনো জাদু নয়, এটি একটি ব্যবস্থা। জবাবদিহি, নৈতিকতা ও শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্রও ক্ষমতা কেন্দ্রীভূত করতে পারে।
রাত পোহালেই রূপালি ভোর/ মানুষের বীজ আর মানুষ চেনে না/ তবুও মানুষের হাঁটুজল পেরোতেই ডিঙ্গি লাগে।