logo
খবর

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলছে, ৫ লাখ ৩৭ হাজারের বেশি নিবন্ধিত হয়েছেন

প্রতিবেদক, বিডিজেন২০ ডিসেম্বর ২০২৫
Copied!
পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলছে, ৫ লাখ ৩৭ হাজারের বেশি নিবন্ধিত হয়েছেন
নির্বাচন কমিশন। ছবি: বাসস

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনলাইনে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ৫ লাখ ৩৭ হাজার ৭৮৬ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার ৩৯৩ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৩ লাখ ২ হাজার ১ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৪ হাজার ৮৫৭ জন এবং ৩২ হাজার ৯২৭ জন নারী।

গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

পোস্টাল ভোট নিবন্ধনের পোর্টাল থেকে জানা যায়, সৌদি আরবে মোট ১ লাখ ৩২ হাজার ৮৫১ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩৮ হাজার ৩৬২ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৯৩ হাজার ৫০০ জনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

কাতারে মোট ৪৯ হাজার ৮৮৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ১৪ হাজার ৬৭৯ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৩৫ হাজার ১৭২ জন অপেক্ষায় রয়েছেন।

ওমানে মোট ৩৭ হাজার ১৫ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯ হাজার ৪২৭ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ২৭ হাজার ৫৮৮ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

মালয়েশিয়ায় মোট ৩৪ হাজার ৬৭ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ১০ হাজার ৮২৬ জনের নিবন্ধন অনুমোদন হয়েছে এবং ২৩ হাজার ২৪১ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে মোট ২৬ হাজার ২৮৬ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪ হাজার ৭৬৭ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ২১ হাজার ৫১৯ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রে মোট ২৩ হাজার ৫৫৮ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ১৬ হাজার ৫০৬ জনের নিবন্ধন অনুমোদন হয়েছে এবং ৭ হাজার ৫২ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

কুয়েতে মোট ১৮ হাজার ৩৮১ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৬ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ১৩ হাজার ২৯৪ জন নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন।

যুক্তরাজ্যে মোট ১৮ হাজার ১৩৮ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ১১ হাজার ৫৪৮ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

সিঙ্গাপুরে মোট ১৭ হাজার ০১১ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ হাজার ২৪৭ জনের নিবন্ধন অনুমোদন হয়েছে এবং ৯ হাজার ৭৬৪ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

কানাডায় মোট ১০ হাজার ৯৯৯ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ হাজার ৯৭৩ জনের নিবন্ধন অনুমোদন হয়েছে এবং ৩ হাজার ২৬ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া, বাংলাদেশে মোট ৭৩ হাজার ১৩৩ জন পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬ হাজার ৫৩৫ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৪৬ হাজার ৫৯৮ জনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

২০ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।

২ দিন আগে

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।

৩ দিন আগে