পুনর্মিলনী উপলক্ষে গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টার সকাল থেকেই ভরে উঠেছিল প্রাক্তন রেমিয়ান ও তাদের পরিবারের পদচারণায়। হাসি, গল্প, পুরোনো স্মৃতি আর বন্ধুত্বের টানে অডিটোরিয়াম ভরে ওঠে উচ্ছ্বাস ও ভালোবাসায়।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা সৃষ্টিশীলতার দীপ্তি ছড়িয়ে দিচ্ছেন বিশ্বজুড়ে। অস্ট্রেলিয়ার পার্থেও তাদের প্রতিভার স্বাক্ষর চোখে পড়ার মতো। সম্প্রতি শত ব্যস্ততা পাশ কাটিয়ে এক ছাদের নিচে হাজির হয়েছেন পার্থে বসবাসরত সাবেক বুয়েটিয়ানরা।