আয়োজকদের গন্তব্য ছিল নান্দনিক মাউন্ট অ্যানান বোটানিক গার্ডেন। সেখানে প্রকৃতির শান্ত পরিবেশে বয়োজেষ্ঠদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দুপুরে রয়্যাল প্ল্যাটার পরিবেশন করে আকর্ষণীয় মধ্যাহ্নভোজ, সুস্বাদু খাবারের সঙ্গে ছিল মালাই চা, গরম কফি ও লোভনীয় ডেজার্ট।
সিডনিতে বসবাসরত বুয়েট অ্যালামনাই পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মকে একত্রিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা দিনের হাসি-আনন্দ, খেলা আর বন্ধুত্বের মেলবন্ধন সকল অংশগ্রহণকারীর মনে তৈরি করে স্মরণীয় স্মৃতি।