logo
সুপ্রবাস

প্যারিসে ‘ছাত্র–জনতার অভ্যুত্থান, বাংলাদেশি ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ অক্টোবর ২০২৪
Copied!
প্যারিসে ‘ছাত্র–জনতার অভ্যুত্থান, বাংলাদেশি ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার
প্যারিসে ‘ছাত্র–জনতার অভ্যুত্থান, বাংলাদেশি ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার। ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘ছাত্র–জনতার অভ্যুত্থান ২০২৪: বাংলাদেশি ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সাউথ এশিয়ান প্ল্যাটফর্ম–ভাষা এবং প্যারিসের সিংগার সহযোগিতায় সিংগার হলরুমে এই সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আবু জুবায়ের নির্মিত প্রামাণ্যচিত্র ‘লাল জুলাই ২০২৪’–এর অংশবিশেষ প্রদর্শিত হয়। এরপর লুবনা ইয়াসমিন দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেমিনারে বক্তব্য দেন কমিটি ফ্রঁসেজ দ্য সুতিয়েন আ জিকের সভাপতি জ-পিয়ের বেকু, কাজী আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ বোরহান, আরিফ হাসান রুমু, বীর মুক্তিযোদ্ধা নুরুল হোসেন চৌধুরী, সাংবাদিক শাবুল আহমেদ, প্যারিসের জানালার সেক্রেটারি ফারজানা আকতার, খালেদুর রহমান সাগর প্রমুখ।

বক্তারা ২০২৪ সালের জুলাই–আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র–জনতার অভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কীভাবে এ আন্দোলন দেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন করছে, তা বিশ্লেষণ করেন। তাঁরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আলোকচকেরা বলেন, ‘২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থান সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত প্রতিরোধ হিসেবে আমাদের গণ্য করতে হবে। এই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাঁদের বিভিন্ন দাবির প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’

বক্তারা প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অধিকার নিশ্চিত করা, দূতাবাসের সেবা উন্নত করা এবং তাদের অর্থনৈতিক অবদানকে সুরক্ষিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল্লাহ আল মেহদী। বিজ্ঞপ্তি

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

১ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে