logo
সুপ্রবাস

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট করপোরেশনের বিনামূল্যে টিকাদান কর্মসূচি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ নভেম্বর ২০২৪
Copied!
নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট করপোরেশনের বিনামূল্যে টিকাদান কর্মসূচি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত হিউম্যান সাপোর্ট করপোরেশনের ১২তম বর্ষের টিকাদান কর্মসূচি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

২৬ অক্টোবর (শনিবার) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারের দোতলায় হিউম্যান সাপোর্ট করপোরেশনের অফিসে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

প্রতি বছরের মতো এ বছরও ওয়ালগ্রিন ফার্মাসিস্ট ম্যারী লিম ও ফার্মাসি টেকনিশিয়ান হাসিনা আক্তার নিজে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান করেন। প্রায় শতাধিক প্রবাসী এই টিকা গ্রহণ করেন।

উত্তর আমেরিকায় প্রতি বছর হাজার হাজার মানুষ এই ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্বে প্রায় ৮০ হাজার মানুষ মারা যায় ফ্লু আক্রান্ত হয়ে।

মানুষ মানুষের জন্য স্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্ট করপোরেশনের এই উদ্যোগে যদি একটি জীবনও রক্ষা করা যায় সেই লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়।

হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি মো. সোলায়মান আলীর সভাপতিত্বে এই কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শেখ আল মামুন, শাহানারা রহমান, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নুর মোহাম্মদ তফাদার, শাকিব হাসান হায়দার, গোলাম কিবরিয়া ও জাহানারা আলী।

আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুদদোহা, এ টি এম সালাউদ্দিন আহমেদ, আবু পাশা, তপন কুমার সেন, আবুল কাশেম, মাহে আলম জেমস, জুনান নাশিদ সানি, হৃদয় মিয়া, ফৌজিয়া ইয়াসমিন, শামসুন্নাহার আলো, সাবিনা আক্তার, পারভিন আক্তার, সামিহা আলী, রাইসা আলী ও আবুল বাশার প্রমুখ।

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

৫ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে