logo
সুপ্রবাস

আবুধাবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

মাহবুব সরকার, আবুধাবি থেকে৪ দিন আগে
Copied!
আবুধাবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) আবুধাবির সেন্ড মেরিন রেস্টুরেন্টে জাতীয়তাবাদী ফোরাম আবুধাবির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ইউএই শাখার আহ্বায়ক ও বিএনপির ইউএই শাখার আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বকুল।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুবেলের সঞ্চালোয় খালেদা জিয়ার রাজনৈতিক ও জাতীয় অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন বিএনপির ইউএই শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ এস এম দিদারুল আলম, সদস্য নুর হোসেন সুমন, আবুল বশর সিআইপি, আবুধাবি শাখার সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেলাল, ফটিকছড়ি জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আবুধাবি শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ ভুঁইয়া।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক ও সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের অন্যতম নেতা ওমর ফারুক, দেলোয়ার হোসেন, এস এম সাইফুল ইসলাম ও শাহাদাত হোসেন রিপন।

উপস্থিত ছিলেন নিজাম উদ্দীন রাশেদ, মোহাম্মদ মহসীন, আর এস ইব্রাহীম, জাফর উদ্দীন যুবরাজ, মনিরুল ইসলাম স্বপন, ইকরাম উদ্দীন সোহেল ,আবুল কাশেম, মো. রাসেদ, মো. নাঈম, মো. আজিজ, এরশাদ উল্লাহ, মো. নাহিদ রাজ, আশ্রাফ উদ্দীন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সমির ও মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

হাফেজ মোশাররফ হোসেনের পরিচালনায় খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও দেখুন

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিপ্রবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন সিডনিপ্রবাসী বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

৪ দিন আগে