logo
সুপ্রবাস

বিএনপির আবুধাবি শাখার মহান বিজয় দিবস উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে২৩ দিন আগে
Copied!
বিএনপির আবুধাবি শাখার মহান বিজয় দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২১ ডিসেম্বর) আবুধাবির একটি হোটেলের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য সারোয়ার আলম ভুট্টো।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের ইউএই শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটানোর মাধ্যমে আধুনিক বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে সেটিকে আমাদের কাজে লাগাতে হবে। সে জন্য তারেক রহমানের মতো একজন প্রতিভাবান দূরদর্শী ও সঠিক নেতৃত্বের বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র জননেতা তারেক রহমানের হাতেই একমাত্র নিরাপদ। তার হাত ধরেই বাংলাদেশের অর্থনীতি আবারও হতে পারে শহীদ জিয়াউর রহমানের মতো শক্তিশালী অর্থনীতি। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে হবে।

BNP, UAE 2

সভায় প্রধান বক্তা ছিলেন ইউএই শাখার আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব। বিশেষ অতিথি ছিলেন ইউএই শাখার আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ শহীদুল হক, আবুধাবি শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, সাবেক সহসভাপতি বাচা মিয়া, আবুধাবি শাখার নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন, নূর মোহাম্মদ, অধ্যাপক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম আনার ও সাইদুল ইসলাম জাবেদ, মিরফা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কবির আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম, বানিয়াস শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম (শহীদ) এবং যুবদলের ইউএই শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম ও আবুধাবি শাখার সাবেক সভাপতি জামাল উদ্দিন।

সভা সঞ্চালনা করেন শ্রমিক দলের আবুধাবি শাখার সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ ফিরোজ খান, জাহাঙ্গীর আলম শিকদার, একরামুল এইচ ভুইঁয়া, প্রকৌশলী মোহাম্মদ ইয়াকুব, ইস্কান্দার হোসেন রোমান, মিজানুর রহমান, মোহাম্মদ সোহেল, মহাসিন তালুকদার, শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।

সভায় সংগঠনের দুবাই ও আবুধাবি শাখাসহ বিভিন্ন অঞ্চল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা, তারেক রহমানের সুস্বাস্থ্য, শহিদ ওসমান হাদী ও সংগঠনের আবুধাবি শাখার নেতা জাবেদের সদ্য প্রয়াত বাবার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

১ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে