logo
সুপ্রবাস

আজ মালয়েশিয়ায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকবেন শাকিব খান

রফিক আহমদ খান, মালয়েশিয়া০৮ ডিসেম্বর ২০২৪
Copied!
আজ মালয়েশিয়ায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকবেন শাকিব খান
সংবাদ সম্মেলন

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় উদ্বুদ্ধ করতে আজ রোববার (৮ ডিসেম্বর) হতে যাওয়া এ অনুষ্ঠানে ঢালিউড অভিনেতা শাকিব খানেরে যোগ দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট এর পরিচালক ইফতারুল ইসলাম আনি।

শাকিব খান ছাড়াও এ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ ১-এর জনপ্রিয় শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা।

শাকিব খান ছাড়া বাকি শিল্পীরা আগেই পৌঁছে গেছেন কুয়ালালামপুর। ৬ ডিসেম্বর (শুক্রবার) রাতে কুয়ালালামপুরের পিঠাঘর রেস্টুরেন্টে দীঘি, প্রিয়াঙ্কা ও মিম চৌধুরীসহ অন্য শিল্পীরা আবারও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার আহবান জানান।

আজ মালয়েশিয়ায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকবেন শাকিব খান

এ সময় অভিনেত্রী  দীঘি বলেন, 'প্রবাসীরা আমাদের দেশের সত্যিকারের রিয়েল হিরো। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই দেশে আমরা ভালো আছি। আমরা তাদের সম্মানিত করতে এবং বিনোদন দিতে কুয়ালালামপুরে এসেছি।'

আয়োজকেরা জানান,কুয়ালালামপুরের টুইনটাওয়ার সংলগ্ন উইসমা এমসিএর সুবিশাল অডিটোরিয়ামে আজ স্থানীয় সময় বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারণ দর্শকেরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এ অনুষ্ঠানে। তবে প্রবেশ নিশ্চিত করতে আগে থেকে বারকোডের মাধ্যমে নিবন্ধন করতে হবে, অনুষ্ঠানের দিনেও অনুষ্ঠানস্থলে থাকবে নিবন্ধনের সুযোগ।

উল্লেখ্য, এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। এর আগে প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি।

এ অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। সেইসঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এ ছাড়া, যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন, তাদেরও সম্মানিত করা হবে। 

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

৫ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে