logo
সুপ্রবাস

সিঙ্গাপুরে শিশুর প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত বাংলাদেশি যুবক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ অক্টোবর ২০২৪
Copied!
সিঙ্গাপুরে শিশুর প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত বাংলাদেশি যুবক
সিঙ্গাপুরে শিশুর প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত বাংলাদেশি যুবক। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের একটি বহুতল ভবনের জানালার বাইরে আটকে থাকা ৩ বছর বয়সী এক শিশুর প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন জহির নামের এক বাংলাদেশি যুবক। এ জন্য তাঁকে পুরস্কৃতও করা হয়েছে।

৩৪ বছর বয়সী প্রবাসী জহির সিঙ্গাপুরে লরি চালান। ১৭ বছর ধরে তিনি এই কাজ করছেন।

রোববার (২০ অক্টোবর) ছুটির দিন দুপুরের খাবার কিনতে সাইকেলে করে দোকানে রওনা হন যান জহির। কাছেই হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড (এইচডিবি) ব্লকে প্রবেশ করতেই সেখানে মানুষের ভিড় লক্ষ্য করেন তিনি।

জহির দেখতে পান, একটি ভবনের তিনতলায় জানালার বাইরে দেয়ালের পাশে একটা শিশু দাঁড়িয়ে আছে। যেকোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে শিশুটি। আর পড়লেই নির্ঘাত মৃত্যু।

তখন জহির দৌড়ে চলে যান ওই ভবনের তিনতলার সেই ফ্ল্যাটের মেইন দরজায়। ডোরবেল বাজান, দরজায় ধাক্কা দেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। ফলে নিচে নেমে আসেন জহির।

এমন সময় ঘটনাস্থলে হাজির হন তাঁর সহকর্মী সা থু ইয়া অং। মিয়ানমারের নাগরিক সা থুকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করেন তিনি।

এই কাজের জন্য প্রশংসার পাশাপাশি তাঁকে পুরস্কারও দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সিঙ্গাপুরের ইয়িশুনে এসসিডিএফ বিভাগের সদর দপ্তরে তাঁকে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (এসসিডিএফ) কমিউনিটি লাইফসেভার পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে তার সহযোগী মিয়ানমারের এক নাগরিককেও পুরস্কার দেওয়া হয়।

জহির বলেন, কোনো বিনিময়ের কথা ভাবিনি। এটা আমার নিজের সন্তানও হতে পারত। আমি আমার ৭ বছর বয়সী ছেলের কথা ভেবে বাচ্চাটিকে বাঁচিয়েছি।

এ পুরস্কার পেয়ে খুব সম্মানিত বোধ করছেন জহির।

যেসব পরিবারে ছোট বাচ্চা আছে সেসব পরিবারকে আরও বেশি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: সিএনএ

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

৪ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে