logo
সুপ্রবাস

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

রফিক আহমদ খান, মালয়েশিয়া১৫ আগস্ট ২০২৫
Copied!
প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি লন্ডনে এক বক্তব্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রবাসীদের সক্রিয় ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করায় মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা এক অনুষ্ঠান আয়োজন করে তাঁকে ধন্যবাদ জানিয়েছে।

মালয়েশিয়া প্রবাসীদের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী এম রহমান রাজিব এবং চিত্রনির্মাতা ও লেখক জাফর ফিরোজের উদ্যোগে বুকিট বিন্তাং কুয়ালালামপুরের ভিআইপি পিঠা ঘর রেস্টুরেন্টের হল রুমে গত রোববার (১০ আগস্ট) বিকেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন কমিউনিটি নেতা ও বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।

তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনের গুরুত্বপূর্ণ সময় প্রবাসীদের মনোবল জোগাতে এবং দেশপ্রেমে উজ্জীবিত করতে তারেক রহমানের মূল্যবান বক্তব্য ছিল অনন্য প্রেরণার উৎস। প্রবাসীরা অর্থ, সময় ও নানা প্রচেষ্টার মাধ্যমে আন্দোলনকে সফল করতে ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনাকালে প্রবাসে শ্রমিক পাঠানো শুরু করেন। বিএনপি সরকারের সময়ে প্রবাসীদের সমস্ত সুযোগ সুবিধা বলবৎ ছিল। আগামীতে বিএনপি সরকার পরিচালনায় এলে প্রবাসীদের সকল সমস্যা সমাধান করবেন তারেক রহমান। যা তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে।

1000043486

প্রবাসী ব্যবসায়ী এস এম বশির আলমের সঞ্চলনায় অনুষ্ঠানের আয়োজক চলচ্চিত্র নির্মাতা জাফর ফিরোজ তাঁর বক্তব্যে বলেন, ‘প্রবাসীরা শুধু রেমিট্যান্সযোদ্ধা নয়, তারা দেশের ভবিষ্যতের সহ-নির্মাতা হতে চায়। আজকের এই অনুষ্ঠান শুধু কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানোর জন্য নয়, আমি আজকে কিছু প্রত্যাশা নিয়ে এসেছি আগামীর প্রধানমন্ত্রীর কাছে। আমি মনে করি তারেক রহমান সম্প্রতি স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তা শুধু একটি বক্তব্য নয়, এটি আমাদের দীর্ঘদিনের ত্যাগের প্রতি ন্যায্য সম্মান। প্রবাসীরা হবেন বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি ও সংস্কৃতির ত্রিমাত্রিক শক্তি। আমরা চাই, প্রধানমন্ত্রী হলে তারেক রহমান প্রবাসীদেরকে নীতি-নির্ধারণী ফোরামে অংশীদার করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব বিসিপিএম–এর সভাপতি মো. আমিনুল ইসলাম রতন।
অনুষ্ঠানে দেশের জনগণ ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা তালহা মাহমুদ।

কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু, এম জে আলম, মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, মো. জসিম উদ্দিন, মঞ্জু খা, জাকির হোসেন, আনোয়ার হোসেন সেলিম, শাহজাহান হাওলাদার, রমজান আলী, আলি খান জুয়েল, নূরে সিদ্দিকী সুমন, আলামিন মোল্লা, আসাদুজ্জামান মাসুম, আমিনুল ইসালাম বিপ্লব, হাসিবুর রহমান শান্ত, কে এ সবুজ, ইমন, হেলাল শিকদার, আল-ইমরান, মারুফ ইলাহী, এম মোজাম্মেল হক প্রধান, জাকারিয়া, বাবু, ইসমাইল আকন্দ, হান্নান মল্লিক ও মিন্টু প্রমুখ।

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

৪ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে