logo
সুপ্রবাস

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার নতুন কমিটি

প্রতিনিধি, কুয়ালালামপুর০৬ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার নতুন কমিটি

মালয়েশিয়ায় বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুয়ালালামপুরের এলিট রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল কাদেরের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। চলমান কমিটির (২০২৪- ২০২৫) মেয়াদ পূর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন সভার সভাপতি মোস্তফা ইমরান রাজু। পরে সর্বসম্মতিক্রমে নিউজএক্সপ্রেসবিডি প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি (২০২৫- ২০২৬) গঠন করা হয়।

IMG-20250130-WA0093

কমিটির অন্য সদস্যরা হলেেন; সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান (বিডিনিউজ), সহ-সভাপতি কায়সার হামিদ হান্না্ন (এনটিভি), সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের (সময় টিভি), সহ-সভাপতি খন্দকার মোস্তাক রয়েল শান্ত (নিউজ২৪ টেলিভিশন), যুগ্ম- সাধারণ সম্পাদক সাঈদ হক (ওআইসি টুডে), সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস (এসএ টিভি), দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জনি (জাজিরা নিউজ) ও প্রচার সম্পাদক শাহাব উদ্দিন (সিএনআই)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন; মোস্তফা ইমরান রাজু (কালবেলা), ফরহাদ হোসেন (ফটো সাংবাদিক), ফরিদ উদ্দিন গাজী (এটিএন বাংলা), মাইনুল ইসলাম তুন (আইটিভি), বশির ইবনে জাফর (ঢাকা টাইমস)।

নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে বিগত দিনের মতো আগামীতেও সকল সদস্য এবং বাংলাদেশ কমিউনিটির নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করে তানা।

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

১ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে