logo
সুপ্রবাস

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ক্যানবেরায় প্রবাসী প্রজন্মের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ দিন আগে
Copied!
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ক্যানবেরায় প্রবাসী প্রজন্মের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশের মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্যকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে আরও গভীরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার (বিএএসি) উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশি শিশু ও কিশোরদের পাশাপাশি বড়দের সক্রিয় অংশগ্রহণ। ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক পরিবেশনা এবং সাংস্কৃতিক উপস্থাপনায় তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা প্রজন্মও বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকতে আগ্রহী। শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন এবং কিশোর ও বয়স্কদের দাবা, লুডু, ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতাগুলো অভিভাবক ও দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিশু-কিশোরদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি বিশেষভাবে প্রশংসিত হয়। এসব পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ, বিজয় দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের সংস্কৃতি নতুন প্রজন্মের ভাষায় ও অনুভবে জীবন্ত হয়ে ওঠে। এটি প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও জাতীয় ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

BAAC_Victory_Day2

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও সংগঠনের নেতাদের পক্ষ থেকে তাদের বক্তব্যে তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজন অত্যন্ত জরুরি। তারা আরও উল্লেখ করেন যে, প্রবাসী শিশুদের সম্পৃক্ততার মাধ্যমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকবে। নতুন প্রজন্মের পক্ষ থেকে ক্যানবেরাতে বেড়ে ওঠা পরমা মুৎসুদ্দি ও রাফাজ রহমান তাদের নিজেদের ভাষাতে খুব সাবলীলভাবে বিজয় দিবসের ইতিহাস বর্ণনা করেন।

বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা জানায়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর সন্তানদের বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও শিশু-কিশোরদের কেন্দ্র করে আরও শিক্ষামূলক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হবে। বিজয় দিবসের এই অনুষ্ঠানে গান পরিবেশন করে প্রকৃতি, হাফসা, ইসমাইল, আরিশা, লায়লা, মেহরিন, প্রচ্ছন্ন, অমিয় চৌধুরী, স্বর্গ ও ফেরারী ব্যান্ড। দলীয় নৃত্য পরিবেশনে ছিল ইনায়া, আরিশা, সুরিন, মায়া ও জয়ী। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন বিশেষ অথিতি কিরীটি চাকমা।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন নিগার রাজ্জাক টিনা।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক, অভিভাবক, শিল্পী, ক্রীড়াবিদ এবং সকল কমিউনিটি সদস্যদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মহান বিজয় দিবসের চেতনায় আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সাংস্কৃতিক বন্ধন এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আয়োজকেরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

১ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে