
মাহবুব সরকার, আবুধাবি থেকে

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সমিতির উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আবুধাবিতে সমিতির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, একজন সাধারণ গৃহিণী মা থেকে রাজনৈতিক জীবনে পদার্পণ, আগ্রাসী ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেত্রী হয়ে ওঠা, তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া আমাদের জাতীয় জীবনে নিসন্দেহে উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুকরণীয় হয়ে বেঁচে থাকবেন।
তিনি আরও বলেন, তার সততা, ন্যায় নীতি ও আদর্শ আমাদের সবাইকে অনুসরণ করা উচিত।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির আবুধাবি শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ আবুল বশর সিআইপি।

শোক প্রকাশ করে বক্তব্য দেন সমিতির সহ সভাপতি নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ও বিএনপির আবুধাবি শাখার সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক নূর হোসেন সুমন, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন খান ও সাখাওত হোসেন বকুল।
শোক সভায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহবুবুল আলম, প্রকৌশলী লুৎফর রহমান সুমন, বিএনপির ইউএই শাখার নেতা আমিনুল ইসলাম টিপু, ইকবাল হোসেন, মীর নাসির উদ্দিন, সাগর হোসেন সাগর, গাজী সেলিম, সেলিম উল্লাহ, ইলিয়াস ভূঁইয়া, আবু তাহের, জিয়া উদ্দিন বাবলু, ফারুক আফসারি, হেলাল উদ্দিন, নুরুল হক নুর, আরিফ উদ্দিন, নেছারুল হক, ইব্রাহীম, আনিসুর রহমান, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, মোহাম্মদ আলম, রিদোয়ান, খোরশেদ এবং সমিতির সদস্যবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় শাখার বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে মাওলানা ইয়াকুব আল কাদেরীর পরিচালনায় মিলাদ কিয়াম ও মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরীর পরিচালনায় খালেদা জিয়া ও শহিদ জিয়াউর রহমানের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সমিতির উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আবুধাবিতে সমিতির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, একজন সাধারণ গৃহিণী মা থেকে রাজনৈতিক জীবনে পদার্পণ, আগ্রাসী ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেত্রী হয়ে ওঠা, তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া আমাদের জাতীয় জীবনে নিসন্দেহে উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুকরণীয় হয়ে বেঁচে থাকবেন।
তিনি আরও বলেন, তার সততা, ন্যায় নীতি ও আদর্শ আমাদের সবাইকে অনুসরণ করা উচিত।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির আবুধাবি শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ আবুল বশর সিআইপি।

শোক প্রকাশ করে বক্তব্য দেন সমিতির সহ সভাপতি নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ও বিএনপির আবুধাবি শাখার সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক নূর হোসেন সুমন, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন খান ও সাখাওত হোসেন বকুল।
শোক সভায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহবুবুল আলম, প্রকৌশলী লুৎফর রহমান সুমন, বিএনপির ইউএই শাখার নেতা আমিনুল ইসলাম টিপু, ইকবাল হোসেন, মীর নাসির উদ্দিন, সাগর হোসেন সাগর, গাজী সেলিম, সেলিম উল্লাহ, ইলিয়াস ভূঁইয়া, আবু তাহের, জিয়া উদ্দিন বাবলু, ফারুক আফসারি, হেলাল উদ্দিন, নুরুল হক নুর, আরিফ উদ্দিন, নেছারুল হক, ইব্রাহীম, আনিসুর রহমান, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, মোহাম্মদ আলম, রিদোয়ান, খোরশেদ এবং সমিতির সদস্যবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় শাখার বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে মাওলানা ইয়াকুব আল কাদেরীর পরিচালনায় মিলাদ কিয়াম ও মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরীর পরিচালনায় খালেদা জিয়া ও শহিদ জিয়াউর রহমানের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।
সিডনিপ্রবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন সিডনিপ্রবাসী বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।