
বিডিজেন ডেস্ক

কানাডার টরন্টোয় কবিতাবিষয়ক সংগঠন বাচনিকের যুগপূর্তির অনুষ্ঠান আগামী ১৮ অক্টোবর। এক যুগপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনটি কবিতা, গান আর নৃত্যের সমারোহে সাজিয়েছে ‘বাচনিক বৈভব’।
১৮ অক্টোবর (শনিবার) টরন্টোর মেইনস্ট্রিট স্টেশনসংলগ্ন ডন অন ডেনফোর্থ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাচনিকের যুগপূর্তির ব্যতিক্রমী এই আয়োজন।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় ডেনফোর্থের রেডহট তন্দুরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাচনিক বৈভবের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাচনিকের মুখপাত্র কাজী হেলাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান মেরী রাশেদীন ও শাপলা শালুক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাচনিকের শিল্পীবৃন্দের পরিবেশনার পাশাপাশি টরন্টোয় বেড়ে ওঠা নতুন প্রজন্মের একঝাঁক শিশুশিল্পী বাচনিকের যুগপূর্তির উৎসবে কবিতা আবৃত্তি করবে।
আরও জানানো হয়, বাচনিক প্রতিবছর একজন বাচিকশিল্পী বা কবিতার মানুষকে সম্মাননা প্রদান করে। যুগপূর্তির উৎসবে আবৃত্তি শিল্পী, সংগঠক এবং প্রশিক্ষক শিমুল মুস্তাফা ও কবি অপরাহ্ন সুসমিতোকে বাচনিক সম্মাননা দেওয়া হবে।
আয়োজকরা কোনো ধরনের প্রবেশ ফি বিহীন বাচনিকের বর্ষপূতির আয়োজন উপভোগ করার জন্য টরন্টোয় বসবাসরত সবাইকে আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

কানাডার টরন্টোয় কবিতাবিষয়ক সংগঠন বাচনিকের যুগপূর্তির অনুষ্ঠান আগামী ১৮ অক্টোবর। এক যুগপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনটি কবিতা, গান আর নৃত্যের সমারোহে সাজিয়েছে ‘বাচনিক বৈভব’।
১৮ অক্টোবর (শনিবার) টরন্টোর মেইনস্ট্রিট স্টেশনসংলগ্ন ডন অন ডেনফোর্থ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাচনিকের যুগপূর্তির ব্যতিক্রমী এই আয়োজন।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় ডেনফোর্থের রেডহট তন্দুরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাচনিক বৈভবের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাচনিকের মুখপাত্র কাজী হেলাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান মেরী রাশেদীন ও শাপলা শালুক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাচনিকের শিল্পীবৃন্দের পরিবেশনার পাশাপাশি টরন্টোয় বেড়ে ওঠা নতুন প্রজন্মের একঝাঁক শিশুশিল্পী বাচনিকের যুগপূর্তির উৎসবে কবিতা আবৃত্তি করবে।
আরও জানানো হয়, বাচনিক প্রতিবছর একজন বাচিকশিল্পী বা কবিতার মানুষকে সম্মাননা প্রদান করে। যুগপূর্তির উৎসবে আবৃত্তি শিল্পী, সংগঠক এবং প্রশিক্ষক শিমুল মুস্তাফা ও কবি অপরাহ্ন সুসমিতোকে বাচনিক সম্মাননা দেওয়া হবে।
আয়োজকরা কোনো ধরনের প্রবেশ ফি বিহীন বাচনিকের বর্ষপূতির আয়োজন উপভোগ করার জন্য টরন্টোয় বসবাসরত সবাইকে আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।
পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।