
শরীফুল আলম

ঘুমোতে যাবার ঠিক আগে জানালার পর্দাগুলো
আবেগ আর আহ্লাদে ফুলে ফেঁপে উঠল,
বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে
চোখ বাড়িয়ে বাইরে দেখি, রাস্তা ধুয়ে নিচ্ছে বৃষ্টি
গাছেরাও যেন স্নানে মগ্ন
বৃষ্টির শব্দে আমারও আজ বেশ রোমাঞ্চ লাগছে
আজকের রাতটিকে বেশ মোহময় মনে হচ্ছে,
জীবনে কত বৃষ্টিই তো দেখলাম
কিন্তু ক্যানভাসে কখনোই বৃষ্টির রঙ আঁকতে পারিনি,
সাগরে কিম্বা নগরে বহু ঝড় দেখেছি
তবে ভাঙনের শব্দ কাকে বলে তা আজও শিখিনি
ঝড়ে কত আম, শুকনো পাতা, ফুল ঝড়ে যায়
তবুও আজকের রাতটি যেন থমকে আছে তোমারই অপেক্ষায়
এসো দুজন দুজনার কাছে ভালোবাসা শিখি
তুমি হবে যুবতী লাউ আর আমি হবো দক্ষিণ মেরু।
নিঃসঙ্গ বসন্ত কাটছে এখন বেলা অবেলায়
মনে হয় পার ভাঙা নদী
উপপাদ্যের মত ঝুলে আছে কেবল
এক একটি দিনের সংখ্যা
এক একটি দিনের স্মৃতি
কাঙ্ক্ষিত মায়া, হইচই করা তোমার রহস্য,
ইচ্ছে ছিল ধাপে ধাপে তোমায় দেখি
কল্পবাস্তব যাদুশিল্পী
এভাবেই ভাবতে ভাবতে নিজেই হয়ে যাই আততায়ী
আমার নির্বোধ স্খলনের প্রাত্যহিক ফল।
শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।[email protected]

ঘুমোতে যাবার ঠিক আগে জানালার পর্দাগুলো
আবেগ আর আহ্লাদে ফুলে ফেঁপে উঠল,
বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে
চোখ বাড়িয়ে বাইরে দেখি, রাস্তা ধুয়ে নিচ্ছে বৃষ্টি
গাছেরাও যেন স্নানে মগ্ন
বৃষ্টির শব্দে আমারও আজ বেশ রোমাঞ্চ লাগছে
আজকের রাতটিকে বেশ মোহময় মনে হচ্ছে,
জীবনে কত বৃষ্টিই তো দেখলাম
কিন্তু ক্যানভাসে কখনোই বৃষ্টির রঙ আঁকতে পারিনি,
সাগরে কিম্বা নগরে বহু ঝড় দেখেছি
তবে ভাঙনের শব্দ কাকে বলে তা আজও শিখিনি
ঝড়ে কত আম, শুকনো পাতা, ফুল ঝড়ে যায়
তবুও আজকের রাতটি যেন থমকে আছে তোমারই অপেক্ষায়
এসো দুজন দুজনার কাছে ভালোবাসা শিখি
তুমি হবে যুবতী লাউ আর আমি হবো দক্ষিণ মেরু।
নিঃসঙ্গ বসন্ত কাটছে এখন বেলা অবেলায়
মনে হয় পার ভাঙা নদী
উপপাদ্যের মত ঝুলে আছে কেবল
এক একটি দিনের সংখ্যা
এক একটি দিনের স্মৃতি
কাঙ্ক্ষিত মায়া, হইচই করা তোমার রহস্য,
ইচ্ছে ছিল ধাপে ধাপে তোমায় দেখি
কল্পবাস্তব যাদুশিল্পী
এভাবেই ভাবতে ভাবতে নিজেই হয়ে যাই আততায়ী
আমার নির্বোধ স্খলনের প্রাত্যহিক ফল।
শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।[email protected]
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।
পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।