logo
সুপ্রবাস

টরন্টোয় বাংলা ব্যান্ড অভিযাত্রিকের মিউজিক ভিডিও একান্ন টুকরোর প্রিমিয়ার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৭ দিন আগে
Copied!
টরন্টোয় বাংলা ব্যান্ড অভিযাত্রিকের মিউজিক ভিডিও একান্ন টুকরোর প্রিমিয়ার

কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোয় বাংলা ব্যান্ড গ্রুপ অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও একান্ন টুকরোর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি টরন্টোর মারখাম-কিংস্টনের হ্যালিব্যাট ফিশ অ্যান্ড চিপস হাউসে এই প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

টরন্টোর প্রতিনিধিত্বশীল বিভিন্ন ব্যান্ড গ্রুপের শিল্পীসহ সংগীত শিল্পী, লেখক, সাংবাদিক ও সূধীজনেরা এই প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আসমা হকের উপস্থাপনায় প্রিমিয়ার অনুষ্ঠানে অভিযাত্রিকের ভোকাল ও লিড গিটার নোভেল সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

Music video premiere in Toronto 2

তিনি বলেন, বাংলা ব্যান্ড সংগীতকে বহির্বিশ্বে জনপ্রিয় করে তোলার অভিপ্রায় নিয়ে ২০২২ সালে বিজয় দিবসের কনসার্ট দিয়ে অভিযাত্রিক যাত্রা শুরু করে। সেই থেকে প্রবাসে তাদের সংহীতচর্চা অব্যাহত আছে।

তিনি জানান, একান্ন টুকরো তাদের প্রথম মিউজিক ভিডিও এবং ভিডিওটি নির্মাণের ক্ষেত্রে তারা মৌলিক গানকে বেছে নিয়েছেন।

ভিডিওটি প্রযোজনা করেছে এলধাহস ফিল্ম। এলআরবির আবদুল্লাহ আল মাসুদের কথা, সুর, ও সংগীত নির্দেশনায় গানটিতে অংশ নিয়েছেন—ভোকাল ও লীড গীটারে নোভেল, কীবোর্ডে মোক্তাদির শুভ, লিড গিটারে ফাবিয়ান, বেইজ রোল্যান্ডে ড্রামস নাফিস।

আহসান হাবীব ও আরেলি মেলেন্দেজ এতে অভিনয় করেছেন।

প্রেম ও বিরহকে উপজীব্য করে অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও একান্ন টুকরো দর্শক শ্রোতাদের প্রশংসা অর্জন করে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিপ্রবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন সিডনিপ্রবাসী বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

৪ দিন আগে