
বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি অনেকে বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। তারা নিজ চেষ্টায় নিজেদের নিয়ে গেছেন সফলতার চূড়ান্ত পর্যায়ে। তাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও সফলতায় মালয়েশিয়ায় বাংলাদেশের গর্বের লাল-সবুজের পতাকার মান সমুন্নত রয়েছে। তাদের কর্মকাণ্ডে মালয়েশিয়ার বুকে বাংলাদেশকে সেই দেশের সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ সম্মানের চোখে দেখেন।
তাদের সম্মানিত করতে ভয়েস এশিয়ান আয়োজন করেছে বিশেষ অ্যাওয়ার্ডস প্রোগ্রাম। ২৫ জন সফল প্রবাসীকে ‘ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস’ দিয়ে সম্মাননা জানানো হবে।
মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে সফল তাদেরকে দেওয়া হবে এই অ্যাওয়ার্ডস। জেনারেল ক্যাটাগরিতে ২৫ জনকে ছাড়াও বিশেষ ক্যাটাগরিতে অ্যাসোসিয়েশনসহ প্রবাসী সাংবাদিকদেরও সম্মান জানানো হবে।
৩০ নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ‘জি টাওয়ারে’ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং প্রবাসী বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ডস প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেবেন।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি অনেকে বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। তারা নিজ চেষ্টায় নিজেদের নিয়ে গেছেন সফলতার চূড়ান্ত পর্যায়ে। তাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও সফলতায় মালয়েশিয়ায় বাংলাদেশের গর্বের লাল-সবুজের পতাকার মান সমুন্নত রয়েছে। তাদের কর্মকাণ্ডে মালয়েশিয়ার বুকে বাংলাদেশকে সেই দেশের সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ সম্মানের চোখে দেখেন।
তাদের সম্মানিত করতে ভয়েস এশিয়ান আয়োজন করেছে বিশেষ অ্যাওয়ার্ডস প্রোগ্রাম। ২৫ জন সফল প্রবাসীকে ‘ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস’ দিয়ে সম্মাননা জানানো হবে।
মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে সফল তাদেরকে দেওয়া হবে এই অ্যাওয়ার্ডস। জেনারেল ক্যাটাগরিতে ২৫ জনকে ছাড়াও বিশেষ ক্যাটাগরিতে অ্যাসোসিয়েশনসহ প্রবাসী সাংবাদিকদেরও সম্মান জানানো হবে।
৩০ নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ‘জি টাওয়ারে’ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং প্রবাসী বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ডস প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেবেন।
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।
পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।