logo
সুপ্রবাস

দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেলসের যাত্রা শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ অক্টোবর ২০২৪
Copied!
দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেলসের যাত্রা শুরু
উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: লুৎফুর রহমান

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাইত আল ফালাহ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কার্যক্রম শুরু করেছে।

দুবাইয়ের ফিরোজ মুরায় রোববার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বাংলাদেশি ব্যবসায়ী ও এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আলহাজ আব্দুল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমিরাতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশিদের সুনাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিজ দেশকে অন্য দেশের কাছে ইতিবাচক উপস্থাপন করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে ব্যবসা করলে উন্নতি অবশ্যই আসবে।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মৌলভীবাজার বড়লেখা উপজেলার তালিম্পুরের শামিম আহমদ শামীম রাজা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশিদের জন্য উমরাসহ দেশে যাবার টিকিটে বিশেষ ছাড়ের কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের (বিবিএফ) সভাপতি কামাল হোসেন সুমন, গ্রামীন উন্নয়ন পরিষদের শেখ লুৎফুর রহমান, বড়লেখার প্রবাসী নেতা আব্দুর রহিম, হাজী শিরাজুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, আকাশ আহমেদ, হোসাইন আহমেদ, শিহাব হোসেন, শরিফ উদ্দিন, রুবেল আহমদ ও কবির আহমদ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইমরান আহমদ।

সূত্র: লুৎফুর রহমান, দুবাই

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

৫ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে