
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

হালকা বৃষ্টির বিকেল। জানালার ধারে বসে আছি, কফির কাপে ধোঁয়া উঠছে, আর ফোনে বাজছে সেই পুরোনো গান—‘তুমি আসবে বলে, অপেক্ষায় বসে আছি…’
গানটা যেন একটানা বলেই যাচ্ছে আমার মনের না বলা কথাগুলো। ঠিক তখনই তুমি পাঠালে সেই ছবি—
তোমার চোখে রোদের মতো আলো, ঠোঁটে হালকা হাসি, পেছনে এক নদীর ধারে ধূসর বিকেল।
ছবিটা দেখি আর মনে হয়, হয়তো এই মুহূর্তে তুমি আমার পাশেই বসে আছো।
চুপচাপ।
কিছু না বলে।
শুধু চোখে চোখ রেখে বলছো, ‘এই গানটা তো আমাদের, না?’

আমার ভেতর তখন একটা সমুদ্র জেগে ওঠে।
গানটা আরও গভীর হয়ে ওঠে,
ছবিটা আরও জীবন্ত।
আমার শহরের বাতাসে তখন শুধু তোমার গন্ধ,
আর এই গান…
এই গানটা আমাদের গল্প লিখে চলে,
যেখানে তুমি একটা ছবি, আর আমি একটা অপেক্ষা।

হালকা বৃষ্টির বিকেল। জানালার ধারে বসে আছি, কফির কাপে ধোঁয়া উঠছে, আর ফোনে বাজছে সেই পুরোনো গান—‘তুমি আসবে বলে, অপেক্ষায় বসে আছি…’
গানটা যেন একটানা বলেই যাচ্ছে আমার মনের না বলা কথাগুলো। ঠিক তখনই তুমি পাঠালে সেই ছবি—
তোমার চোখে রোদের মতো আলো, ঠোঁটে হালকা হাসি, পেছনে এক নদীর ধারে ধূসর বিকেল।
ছবিটা দেখি আর মনে হয়, হয়তো এই মুহূর্তে তুমি আমার পাশেই বসে আছো।
চুপচাপ।
কিছু না বলে।
শুধু চোখে চোখ রেখে বলছো, ‘এই গানটা তো আমাদের, না?’

আমার ভেতর তখন একটা সমুদ্র জেগে ওঠে।
গানটা আরও গভীর হয়ে ওঠে,
ছবিটা আরও জীবন্ত।
আমার শহরের বাতাসে তখন শুধু তোমার গন্ধ,
আর এই গান…
এই গানটা আমাদের গল্প লিখে চলে,
যেখানে তুমি একটা ছবি, আর আমি একটা অপেক্ষা।
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।
পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।