logo
সুপ্রবাস

কথা ও কবিতায় টরন্টোয় কবি হেলাল হাফিজকে স্মরণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪
Copied!
কথা ও কবিতায় টরন্টোয় কবি হেলাল হাফিজকে স্মরণ
টরন্টোয় কবি হেলাল হাফিজের স্মরণ সভা বক্তব্য দিচ্ছেন শওগাত আলী সাগর

প্রেম ও দ্রোহই কেবল নয়, কবিতায় কবি হেলাল হাফিজ মানবিকতার জয়গানও গেয়েছেন। মানুষ ও মানুষের অধিকারের প্রতি একনিষ্ঠতা তাঁর কবিতাকে ভিন্নমাত্রা দিয়েছে।

কানাডার টরন্টোর ফিল্ম ফোরাম মিলনায়তনে কবি হেলাল হাফিজের স্মৃতিচারণ ও স্মরণ সভায় বক্তারা এই মত ব্যক্ত করেছেন।

টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ শিরোনামে স্থানীয় সময় শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় কথা ও কবিতায় প্রয়াত কবির কাব্যকীর্তি তুলে ধরা হয়।

Remembering poet Helal Hafiz in Toronto 2

কণ্ঠশিল্পী মৈত্রেয়ী দেবীর বিষয় ভাবনা ও আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রী রায়ের সঞ্চালনায় কবির একটি ছোট্ট ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মানবী মৃধা, সোহেলী ফারিয়া, অদিতি ফৌজিয়া, ইশতিয়াক আহমেদ ও মৈত্রেয়ী দেবী।

কবির সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন শেখ শাহে নেওয়াজ, সাংবাদিক শওগাত আলী সাগর, আবৃত্তিকার হিমাদ্রী রায়, কবি দেলওয়ার এলাহী, শিল্পী সৈয়দ ইকবাল, আবৃত্তিকার আহমেদ হোসেন, কবি শহীদুল আলম টুকু, কবি ও শিল্পী রোকসানা বেগম, চিত্রশিল্পী শারমিন লাকি প্রমুখ।

ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিনা পারভীন।

সাংবাদিক শওগাত আলী সাগর তাঁর বক্তব্যে কবির বিভিন্ন কবিতার বিবরণ তুলে ধরে বলেন, ৬৯ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, বিপ্লবেই কবি হেলাল হাফিজের কবিতা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বর্তমান বাস্তবতায় যেন তাঁর কবিতা আরও বেশি প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়।

Remembering poet Helal Hafiz in Toronto 3

হিমাদ্রী রায় বলেন, শুধু দুটি লাইনের মাধ্যমে একটি সশস্ত্র সংগ্রামে আহ্বান করে এমন কবিতা হেলাল হাফিজ ছাড়া পৃথিবীতে অন্য কোনো কবি লিখেছেন কি না জানা নেই।

তিনি আরও বলেন, সবার নীরব মনোযোগ বলে দেয় আমরা আমাদের স্পন্দনে দ্রোহ ও বেদনার কবি হেলাল হাফিজের পঙ্‌ক্তি বোধে নিয়ে বাড়ি ফিরছি।

কবি হেলাল হাফিজের কবিতার ওপর আলোচনায় কবি শহীদুল আলম টুকু বলেন, কবিতার শক্তিই কবিতাকে বাঁচিয়ে রাখে। কবি বেঁচে থাকবেন তার সৃষ্টিতে।

কবি দেলওয়ার এলাহী বলেন, কবি প্রেরণার উৎস হয়ে থাকবেন যত দিন অন্যায়ের বিরুদ্ধে স্লোগান থাকবে।

সভায় কবির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

১ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে