
বিডিজেন ডেস্ক

সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ততা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের দূতাবাসের সম্মেলন কক্ষে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ শিরোনামে এ সভার আয়োজন করা হয়।
এতে সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।
সভার পরিচালনা করেন বাংলাদেশ মিশনের কাউন্সেলর (শ্রম)
কামরুল ইসলাম।
শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তব্য দেন সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা।
রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুইজারল্যান্ডে বসবাসরত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিদের দেশে পাঠানো রেমিট্যান্স প্রবাসী জনসংখ্যার অনুপাতে প্রথম সারিতে রয়েছে। দেশ গঠনে সুইসপ্রবাসী বাংলাদেশিদের বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি সুইজারল্যান্ডের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে প্রবাসীদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময়ে সুইজারল্যান্ডের জুরিখ, লুসান, বার্ন, লুচার্ন ও বাসেলসহ বিভিন্ন ক্যান্টন থেকে দেড়শতাধিক প্রবাসী বাংলাদেশি যোগ দেন।
—সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ততা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের দূতাবাসের সম্মেলন কক্ষে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ শিরোনামে এ সভার আয়োজন করা হয়।
এতে সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।
সভার পরিচালনা করেন বাংলাদেশ মিশনের কাউন্সেলর (শ্রম)
কামরুল ইসলাম।
শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তব্য দেন সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা।
রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুইজারল্যান্ডে বসবাসরত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিদের দেশে পাঠানো রেমিট্যান্স প্রবাসী জনসংখ্যার অনুপাতে প্রথম সারিতে রয়েছে। দেশ গঠনে সুইসপ্রবাসী বাংলাদেশিদের বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি সুইজারল্যান্ডের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে প্রবাসীদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময়ে সুইজারল্যান্ডের জুরিখ, লুসান, বার্ন, লুচার্ন ও বাসেলসহ বিভিন্ন ক্যান্টন থেকে দেড়শতাধিক প্রবাসী বাংলাদেশি যোগ দেন।
—সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড।
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।
পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।