logo
সুপ্রবাস

মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তিতে মিলনমেলা

বকুল খান, মাদ্রিদ, স্পেন১৮ দিন আগে
Copied!
মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তিতে মিলনমেলা

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান টেস্ট অব তুর্কার ২০ বছর পূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে মাদ্রিদের টেস্ট অব ইন্ডিয়া রেস্টুরেন্টের হলরুমে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। আয়োজনে ব্যবসায়ী আবুল কাশেম প্রতিষ্ঠানটির সকল সহকর্মীদের নিয়ে বর্ষপূর্তি উদযাপন করেন।

Madrid Fair 2

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেস্ট তুর্কার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসেম। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সাফল্যের মূল চালিকাশক্তি আমার সহকর্মীরা। তারাই আমার ব্যবসার স্পন্দন, আমার পরম আত্মীয়। সহকর্মীদের আন্তরিকতা শ্রম ও নিষ্ঠার ফলে এ সফলতা এসেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ ও ঋণী।

মিলনমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ফোরামের উপদেষ্টা জালাল আহমেদ, জাহাঙ্গীর আলম, এনামুল হক খোকন, সভাপতি মো. আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ ফেনী জেলা ফোরামের সকল সদস্য এবং টেস্ট তুর্কার সকল কর্মকর্তা–সহকর্মীসহ আমন্ত্রিত সাংবাদিক ও কমিউনিটির শীর্ষ পর্যায়ের নেতারা।

Madrid Fair 3

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা সহকর্মীদের পুরষ্কার দেওয়া হয়। শেষে লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে প্রথম ও দ্বিতীয়কে মোবাইল ফোন এবং তৃতীয়কে মোবাইল অ্যাক্সেসরি উপহার দেওয়া হয়।

আরও দেখুন

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিপ্রবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন সিডনিপ্রবাসী বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

৪ দিন আগে