logo
সুপ্রবাস

সিডনিতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া১১ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস

অস্ট্রেলিয়ার অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস। প্রতিষ্ঠানটিকে বিশ্বের প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি সহযোগী (International Student Recruiter) হিসেবে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের সঙ্গে অংশীদারত্বের জন্য ‘স্পেশাল রিক্রুমেন্ট পার্টনার’–এর স্বীকৃতি দেওয়া হয়েছে।

সম্প্রতি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে এই স্বীকৃতি দেওয়া হয়।

HBD Services 2

এই স্বীকৃতি প্রাপ্তির পর এইচবিডি সার্ভিসেসের কর্ণধার আবু শাহাদাত সরকার হেলাল বিডিজেন২৪কে বলেন, এই সম্মান পেয়ে আমি ও আমার প্রতিষ্ঠান সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারত্বের এই স্বীকৃতি আমাদের কাজের প্রতি অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, যাতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে তাদের শিক্ষাজীবনকে আরও সফলভাবে এগিয়ে নিতে পারে।

HBD Services 3

উল্লেখ্য, ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজ গত এক দশকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে। দশ বছর পূর্তিতে এইচবিডি সার্ভিসেসের অবদানকে স্বীকৃতি দেওয়ায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অংশীদারত্বের নতুন অধ্যায় সূচনা করেছে।

HBD Services 4

এইচবিডি সার্ভিসেসের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও দৃঢ়ভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরামর্শ ও সহায়তা অব্যাহত রাখবে।

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

৫ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে