logo
সুপ্রবাস

ফিনল্যান্ডে বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে বর্ষবরণ উৎসব

জামান সরকার, হেলসিংকি (ফিনল্যান্ড) থেকে২২ এপ্রিল ২০২৫
Copied!
ফিনল্যান্ডে বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে বর্ষবরণ উৎসব

ফিনল্যান্ডে বাংলাদেশিদের প্রাণের সংস্কৃতি আর উৎসবের ছোঁয়ায় আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। হেলসিঙ্কির নিকটবর্তী এসপো শহরের ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই বর্ষবরণ উৎসবের আয়োজন করে বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ‘প্রত্যাশা’।

বিপুলসংখ্যক প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ঢাকঢোলের তালে, বৈশাখী আলপনায় রাঙিয়ে, আর বাহারি পোশাকে সজ্জিত হয়ে প্রবাসীরা নতুন বাংলা বছরকে বরণ করে নেন প্রাণভরে।

প্রত্যাশা ১

উৎসবের মূল আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে ছিল প্রবাসী শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশীয় সুরে ফিরে আসে বাংলার মাটি ও মানুষের গল্প। বৈশাখ বরণের নানা প্রসঙ্গ তুলে ধরা হয় গানে গানে, যা শ্রোতাদের আবেগে ছুঁয়ে যায়।

অনুষ্ঠানজুড়ে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা, বহুদিন পর পরিচিতজনকে কাছে পাওয়ার আনন্দ, আর স্মৃতির পাতা উল্টে দেখার মুহূর্ত। আবৃত্তির ফাঁকে ফাঁকে চলছিল হাস্যরস আর প্রাণখোলা কথোপকথন।

খাবারের স্টলগুলো ছিল ভোজনরসিকদের অন্যতম আকর্ষণ। পান্তা-ইলিশ, দেশীয় পিঠা, বিরিয়ানি, ভর্তা, মিষ্টান্নসহ নানা রকমের দেশি খাবার স্টলে উপস্থিত ছিল, যা দেশের স্বাদ ফিরিয়ে এনেছিল প্রবাসীদের জিভে ও মনে।

উল্লেখযোগ্য যে, এবারের বর্ষবরণ উৎসব দর্শকসংখ্যার দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিপুলসংখ্যক অংশগ্রহণকারী প্রাণভরে উপভোগ করেছেন এই আয়োজন, যা প্রবাসের মাটিতে বাঙালি সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

প্রত্যাশা ২

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শাকিল, দীপু, মানিক, ইভা, দবির, হান্নান, পলি, ঝুমা, পিটু, লিজা, জনি, নাহিম, মবিন, কলি, শাওন, দিশা, ফারদিন, আলাউদ্দিন, জুঁই, জামান, সোনিয়া, তারেক, সূচনা, মাহিব, রায়ান, ডানিয়েল, ওসমান, রকি, স্বপ্নীল, সান্তা, তায়েবা, শাহেদ, নাহিদা, মাসুম, অদিতি, আলামিন, আইভি, প্রিন্স, রুপা, মনির, কৌশিক, সুমনা, শেহরান, আশিক, মুনিয়া, সারা, হাসান, মুন্নি, তুলি, মাহফুজ, দোলন প্রমুখ।

আয়োজক সংগঠন ‘প্রত্যাশা’-এর পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর থেকে আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবমুখর আনন্দের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা জানান।

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

১ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে