logo
সুপ্রবাস

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নতুন কমিটি গঠন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৮ অক্টোবর ২০২৫
Copied!
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নতুন কমিটি গঠন
সাধারণ সম্পাদক আ হ জুবেদ ও সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন

কুয়েতে প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের দুই বছরের জন্য নতুন কমিটি গঠত হয়েছে। নতুন কমিটি গঠনের আগে উৎসবমুখর পরিবেশে সংগঠনের দ্বিবার্ষিক (২০২৫–২৬) সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাতে জিলিব আল সুয়েখের আব্বাসিয়ার মুজাম্মা এলাকার কিং চিকেন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রূপ নেয়।

নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সময় টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ।

সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন ও দপ্তর সম্পাদক জাহিদ হোসেন জনি
সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন ও দপ্তর সম্পাদক জাহিদ হোসেন জনি

অন্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি মাই টিভির প্রতিনিধি আল-আমিন রানা, সহসভাপতি এস এ টিভির প্রতিনিধি মো. সেলিম হাওলাদার ও নিউজ২৪ টিভির প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি মো. হেবজু মিয়া, যুগ্ম সম্পাদক ডিবিসি টিভির প্রতিনিধি মহসিন পারভেজ, এটিএন নিউজ টিভির প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন ও গাজী টিভির প্রতিনিধি আলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী পাভেল ও চ্যানেল ২৪ টিভির প্রতিনিধি জিসান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল এস টিভির প্রতিনিধি জসিম উদ্দিন ভুঁইয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি কাউসার আহমেদ বিহন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি বেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সিএইচডি টিভির প্রতিনিধি নাসরিন আকতার মৌসুমী, দপ্তর সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি জাহিদ হোসেন জনি।

এ ছাড়া ১ নস্বর সদস্য হিসেবে রয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোসারফ হোসেন, অন্য সদস্যরা হলেন দৈনিক সরেজমিনের প্রতিনিধি এইচ এম এরশাদ, নাগরিক টিভির প্রতিনিধি এবাদুর রহমান ও ফাল্গুনী টিভির প্রতিনিধি লুৎফর রহমান।

সভায় আলোচকেরা প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য ও পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং নবনির্বাচিত কমিটির প্রতি সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আরও দেখুন

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

১ ঘণ্টা আগে

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

১ দিন আগে

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

৩ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

৩ দিন আগে