
বিডিজেন ডেস্ক

ইউরোপের দেশ পর্তুগালে এক বছরে ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি বসবাসের অনুমতি বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন। এই সংখ্যা এশিয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
প্রথম অবস্থানে রয়েছে ভারত। দেশটির ১২ হাজার ১৮৫ জন নাগরিক রেসিডেন্ট কার্ড পেয়েছেন।
২০২৩ সালে দেশটিতে সবচেয়ে বেশি রেসিডেন্ট কার্ড পেয়েছেন ব্রাজিলের নাগরিকেরা। দেশটির ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন নাগরিক কার্ড পেয়েছেন।
বিশ্বের সবগুলো দেশের হিসাবে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে ইতালি, নেপাল ও যুক্তরাজ্য।
২০২৩ সালের অভিবাসন রিপোর্ট অনুযায়ী, পর্তুগালে বর্তমানে ১০ লাখ ৪৪ হাজার ২৩৮ জন বিদেশি নাগরিক বসবাস করছেন। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি।
২০২২ সালের তুলনায় দেশটিতে বিদেশি নাগরিকদের রেসিডেন্ট কার্ড পাওয়ার সংখ্যা বেড়েছে ৩৩ দশমিক ৭১ শতাংশ।
পর্তুগালের অভিবাসন সংস্থার রিপোর্টে আরও জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বসবাস অনুমতি বা রেসিডেন্ট কার্ড নিয়ে দেশটিতে বসবাস করছেন ২৫ হাজার ৬৬৬ জন বাংলাদেশি। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৩৯৫ জন এবং নারী ৫ হাজার ২৭১ জন।
পর্তুগালে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশির সংখ্যা এখনো নেহাত কম নয়। ধারণা করা হচ্ছে, দেশটির অভিবাসন সংস্থা আইমার আবেদন প্রসেস সম্পন্নের দীর্ঘসূত্রিতার কারণে আরও প্রায় ২০ হাজারের বেশি বাংলাদেশি রেসিডেন্ট কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

ইউরোপের দেশ পর্তুগালে এক বছরে ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি বসবাসের অনুমতি বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন। এই সংখ্যা এশিয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
প্রথম অবস্থানে রয়েছে ভারত। দেশটির ১২ হাজার ১৮৫ জন নাগরিক রেসিডেন্ট কার্ড পেয়েছেন।
২০২৩ সালে দেশটিতে সবচেয়ে বেশি রেসিডেন্ট কার্ড পেয়েছেন ব্রাজিলের নাগরিকেরা। দেশটির ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন নাগরিক কার্ড পেয়েছেন।
বিশ্বের সবগুলো দেশের হিসাবে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে ইতালি, নেপাল ও যুক্তরাজ্য।
২০২৩ সালের অভিবাসন রিপোর্ট অনুযায়ী, পর্তুগালে বর্তমানে ১০ লাখ ৪৪ হাজার ২৩৮ জন বিদেশি নাগরিক বসবাস করছেন। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি।
২০২২ সালের তুলনায় দেশটিতে বিদেশি নাগরিকদের রেসিডেন্ট কার্ড পাওয়ার সংখ্যা বেড়েছে ৩৩ দশমিক ৭১ শতাংশ।
পর্তুগালের অভিবাসন সংস্থার রিপোর্টে আরও জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বসবাস অনুমতি বা রেসিডেন্ট কার্ড নিয়ে দেশটিতে বসবাস করছেন ২৫ হাজার ৬৬৬ জন বাংলাদেশি। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৩৯৫ জন এবং নারী ৫ হাজার ২৭১ জন।
পর্তুগালে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশির সংখ্যা এখনো নেহাত কম নয়। ধারণা করা হচ্ছে, দেশটির অভিবাসন সংস্থা আইমার আবেদন প্রসেস সম্পন্নের দীর্ঘসূত্রিতার কারণে আরও প্রায় ২০ হাজারের বেশি বাংলাদেশি রেসিডেন্ট কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।
পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।