
বিডিজেন ডেস্ক

সৌদি কর্তৃপক্ষ গত এক সপ্তাহে বসবাস, কর্মসংস্থান ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৩৩৯ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
১২ হাজার ৯৫৫ জনকে বসবাস সংক্রান্ত আইন লঙ্ঘনের জন্য, ৪ হাজার ১৯৮ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার জন্য এবং আরও ৪ হাজার ১৮৬ জনকে শ্রমসংক্রান্ত সমস্যার কারণে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করবে—যেমন পরিবহন বা আশ্রয় দেওয়া, তাদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৭ হাজার ইউএস ডলার) জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের শাস্তি ভোগ করতে হতে পারে।
সম্ভাব্য আইন লঙ্ঘনের তথ্য মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং প্রদেশের অন্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে টোল-ফ্রি কলের মাধ্যমে জানানো হচ্ছে।
সূত্র: আরব নিউজ

সৌদি কর্তৃপক্ষ গত এক সপ্তাহে বসবাস, কর্মসংস্থান ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৩৩৯ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
১২ হাজার ৯৫৫ জনকে বসবাস সংক্রান্ত আইন লঙ্ঘনের জন্য, ৪ হাজার ১৯৮ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার জন্য এবং আরও ৪ হাজার ১৮৬ জনকে শ্রমসংক্রান্ত সমস্যার কারণে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করবে—যেমন পরিবহন বা আশ্রয় দেওয়া, তাদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৭ হাজার ইউএস ডলার) জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের শাস্তি ভোগ করতে হতে পারে।
সম্ভাব্য আইন লঙ্ঘনের তথ্য মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং প্রদেশের অন্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে টোল-ফ্রি কলের মাধ্যমে জানানো হচ্ছে।
সূত্র: আরব নিউজ
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।