logo
প্রবাসের খবর

কলাকার আর্টসের ‘দেবী’ আগামী রোববার পূর্ব লন্ডনে পরিবেশিত হবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
কলাকার আর্টসের ‘দেবী’ আগামী রোববার পূর্ব লন্ডনে পরিবেশিত হবে

কলাকার আর্টস ইউকের প্রতিষ্ঠাতা বিখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী কয়েক বছর ধরে বিলেতের বিভিন্ন ভেন্যুতে বিগত দিনের ভারতীয় নামি নারী শিল্পীদের জীবনের ওপর ভিত্তি করে আয়োজন করছেন সংগীতানুষ্ঠান।

pic 41

বেগম আখতার, গওহর জানের মতো ভারত বিখ্যাত নামি শিল্পীর পাশাপাশি মুন্নি বাই, জোহরা বাই ও ইন্দুবালাদের মতো শিল্পীদের জীবন নিয়ে তৈরি এই অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের সংগীত ও থিয়েটারপ্রেমি দর্শকেরাও এখন এই শিল্পীদের গান, তাদের জীবন, শাস্ত্রীয় সংগীতে তাদের অবদান নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। গান, কবিতা, গল্প, নাচ ও অভিনয়সমৃদ্ধ এই অনুষ্ঠানগুলো দর্শকদের এক আসনে বসিয়ে রাখে একটানা প্রায় ২ ঘন্টা।

pic 40

চন্দ্রা চক্রবর্তীর বহু দিনের গবেষণা আর এই অনুষ্ঠানগুলোর হেরিটেজ কানেকশন বুঝতে পেরে বিলেতের আর্টস কাউন্সিল আর ন্যাশনাল হেরিটেজ লটারি এগিয়ে এসেছে সাহায্যের জন্য। এই বিশেষ প্রজেক্টের শেষ অনুষ্ঠান ‘দেবী’ আগামী রোববার (২ মার্চ) পূর্ব লন্ডনের রিচ মিক্সে পরিবেশিত হবে। এবারের প্রযোজনায় শাস্ত্রীয় সংগীতশিল্পী জোহরা বাই–এর সঙ্গে রবীন্দ্রনাথের প্রিয় শিষ্য সাহানা দেবী, অতুল প্রসাদ সেন ও দিলীপকুমার রায়ের কথাও তুলে আনছেন চন্দ্রা।

Pic 4

কলাকার আর্টস যেমন নামি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করে, তেমনি নতুন প্রজন্মের শিল্পীদেরও সঙ্গে রাখে। যেমন এবারের অনুষ্ঠানে কত্থক পরিবেশনে মুন্নি বাই–এর ভূমিকায় দেখা যাবে শ্রীতমা মুখার্জিকে। তিনি খুব কম বয়সেই বিলেতে প্রথম সারির কত্থক শিল্পী হিসেবে নিজের জায়গা প্রস্তুত করতে চলেছেন। এ ছাড়া, আরও কয়েকজন বিশিষ্ট শিল্পী রয়েছেন। তারা হলেন–ড. বিজয় রাজপূত, কামালবীর নান্দ্রা, অনি বর্ধন, অমিত দে, পারমিতা ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে