logo
প্রবাসের খবর

রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ দিন আগে
Copied!
রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হারমনি ২’ উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) শুরু হচ্ছে ‘বাংলাদেশ কালচার’ সেগমেন্ট। এতে প্রদর্শিত হবে বাংলাদেশের প্রাণবন্ত ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনধারা।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ‘বাংলাদেশ কালচার’ সেগমেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

উচ্চপর্যায়ের এই আয়োজনে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হবে, যা দর্শনার্থীদের বাংলাদেশের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির এক বর্ণিল ঝলক উপহার দেবে।

বাংলাদেশের বিভিন্ন খ্যাতিমান শিল্পী, তারকা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের অংশগ্রহণে সাজানো হয়েছে এক বহুমাত্রিক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর ও অভিনেত্রী দিঘি। তারা চার দিনব্যাপী আল-সুয়াইদি পার্কে আয়োজিত এ উৎসবে সংগীত পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় উদযাপন করবেন।

জাঁকজমকপূর্ণ এই উৎসবে থাকছে প্রাণবন্ত পরিবেশনা, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য, সঙ্গে থাকবে আসল বাংলাদেশি খাবারের স্বাদ—সব মিলিয়ে এটি হয়ে উঠবে বাংলাদেশের ঐতিহ্যের এক চমৎকার প্রদর্শনী।

শিল্পীরা দেশীয় শিল্প ও নাট্যকলার নানা দিক তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন, যা বাংলাদেশের শিল্পসৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটাবে।

গত বছর এই আয়োজনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি রক গায়ক নগর বাউল জেমস, ডিজে সোনিকা এবং জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, পুষি ও বিউটি খান। রিয়াদে জেমসের প্রথম পরিবেশনা ছিল সেই আসরের প্রধান আকর্ষণ।

‘গ্লোবাল হারমনি’ উদ্যোগের অধীনে ৪৯ দিনের এই আয়োজনে মোট ১৪টি দেশের সংস্কৃতি সপ্তাহ উদ্‌যাপন করা হচ্ছে।

এই কর্মসূচি সৌদি আরবের সংস্কৃতি ও সভ্যতার বৈচিত্র্যকে বিশ্বব্যাপী তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সংস্কৃতি ও বোঝাপড়া বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে, যা রিয়াদকে একটি বৈশ্বিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে।

এরই ধারাবাহিকতায় সৌদি তথ্য মন্ত্রণালয় সম্প্রতি ‘গ্লোবাল হারমনি ২’–এর আরেকটি অধ্যায় হিসেবে ‘ইন্ডিয়ান কালচারাল উইক’ শেষ করেছে।

ওই আয়োজনে দুই লাখেরও বেশি দর্শনার্থী অংশ নেয়। সেখানে সৌদি আরব ও ভারতের গভীর ঐতিহাসিক সম্পর্ক প্রতিফলিত করে এমন শিল্প ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা রিয়াদের ক্রমবর্ধমান সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হয়ে ওঠে।

সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণের অংশ হিসেবে ‘কোয়ালিটি অব লাইফ প্রোগ্রাম’-এর আওতায় আয়োজিত ভারতীয় সংস্কৃতি সপ্তাহে অংশ নিয়েছিলেন ১০০ জনেরও বেশি ভারতীয় শিল্পী, যারা নাট্য, শিল্প ও ঐতিহ্যবিষয়ক পরিবেশনা উপস্থাপন করেন।

ইভেন্টে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প, হস্তশিল্প, খাবার ও রীতিনীতি প্রদর্শন করে এমন ইন্টারঅ্যাকটিভ প্যাভিলিয়নও ছিল, যা কূটনীতিক, সংস্কৃতিকর্মী এবং বিপুলসংখ্যক নাগরিক, প্রবাসী ও ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে।

সপ্তাহের সমাপ্তি ঘটে ভারতীয় দলগুলোর প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে, যেখানে দর্শকদের উচ্ছ্বসিত অংশগ্রহণ ও করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল—যা সৌদি আরবের লালিত সংস্কৃতি বিনিময়ের চেতনার প্রতিফলন ঘটায়।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে