logo
প্রবাসের খবর

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া০৩ নভেম্বর ২০২৫
Copied!
সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের (এএমডব্লিউসি) উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিশু, কিশোর, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

Sports in Sydney 2

এই ক্রীড়া আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সংগঠনটির সভাপতি ড. আনিসুল আফসার ও মাদরাসার প্রিন্সিপাল মো. গোলাম মোস্তাফা।

প্রতিযোগিতার সূচিতে ছিল পেইন্টিং, ড্রয়িং, ৫০ মিটার ও ১০০ মিটার দৌড়, মার্বেল অ্যান্ড স্পুন রেস, মিউজিক্যাল পিলো, বল কিক এবং বল থ্রো ইন দ্য বাকেটসহ মোট ১২টি ইভেন্ট। শিক্ষার্থীদের বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে শিশুদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দৌড় ও মার্বেল-স্পুন রেসে।

Sports in Sydney 3

অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকারাও ছিলেন এই ক্রীড়া উৎসবের অংশ। অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করতে তাদের জন্য ছিল মিউজিক্যাল পিলো ও বল থ্রো ইন দ্য বাকেট প্রতিযোগিতা। ইভেন্ট পরিচালনায় ছিল এএমডব্লিউসির ইসি কমিটি, মাদরাসার শিক্ষক–শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবক দল। শিশুদের উৎসাহ, বিচারক ও পরিচালকদের আন্তরিকতা মিলিয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত কমিউনিটি উৎসবে।

এ প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন শুধু ক্রীড়া নয়, এটি আমাদের শিশুদের আত্মবিশ্বাস, বন্ধুত্ব ও কমিউনিটি চেতনা গড়ে তুলতে সাহায্য করে।

Sports in Sydney 4

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার এবং সকল অংশগ্রহণকারীদের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।

পেইন্টিং প্রতিযোগিতা ছেলে–মেয়ে (বয়স ৩-৫) বিজয়ী প্রথম আফসারা হক, দ্বিতীয় সার্লিজ, তৃতীয় জান্নাতুল সৈয়দ।

ড্রয়িং ছেলে–মেয়ে বয়স (৬-৭) বিজয়ী প্রথম নামিরা আলম, দ্বিতীয় রায়হান ইবনে শরীফ, তৃতীয় মো. আবিয়ান রাহমান।

Sports in Sydney 5

মার্বেল অ্যান্ড স্পোর্টস রেস বালক (বয়স ৮-১০) বিজয়ী প্রথম তাহিম সৈয়দ, দ্বিতীয় জাওয়াদ রহমান, তৃতীয় নাহিয়ান আলম।

মার্বেল অ্যান্ড স্পুন রেস বালিকা (বয়স ৮-১০) বিজয়ী প্রথম জান্নাতুল সামিকা, দ্বিতীয় সাবা রহমান, তৃতীয় আরিশা ইসলাম। একই প্রতিযোগিতা বালিকা (বয়স ১১ ও উর্ধ্ব) বিজয়ী প্রথম জেসমিন মেলাতি, দ্বিতীয় সেনাহ হক, তৃতীয় উম্মে জুসামা।

Sports in Sydney 6

৫০ মিটার দৌড় বালক (বয়স ৪-৭) বিজয়ী প্রথম সাইফান ভুঁইয়া, দ্বিতীয় রায়হান শরীফ, তৃতীয় আরিয়ান রহমান।

৫০ মিটার দৌড় বালিকা (বয়স ৪-৭) বিজয়ী প্রথম ওয়ারসিয়া আরওয়া, দ্বিতীয় ডেনিতা খান, তৃতীয় নামিরাহ আলম।

১০০ মিটার দৌড় বালক (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম সাফির হোসেন, দ্বিতীয় আইদিন তালুকদার, তৃতীয় মীর রাফিদ।

Sports in Sydney 7

মিউজিক্যাল পিলো পাসিং বালিকা (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম সেনাইত হক, দ্বিতীয় উম্মে জুসাইমা, তৃতীয় আয়েশা মুক্তাদির।

কিক এ বল বালক (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম ফারেস কাদের, দ্বিতীয় রায়িদ মোরশেদ, তৃতীয় আলিফ সৈয়দ।

মিউজিক্যাল পিলো পাসিং নারী (অভিভাবক ও শিক্ষিকা) বিজয়ী প্রথম তাহমিনা ইয়াসমিন, দ্বিতীয় নাজমুন নাহার, তৃতীয় সানা মালিক।

Sports in Sydney 8

বল থ্রো ইন দ্যা বাকেট পুরুষ (অভিভাবক ও শিক্ষক) বিজয়ী প্রথম নায়হান রহমান, দ্বিতীয় আনিসুল আফসার, তৃতীয় আতিকুর রহমান।

Sports in Sydney 9

এএমডব্লিউসির নির্বাহী কমিটি জানায়, আয়োজনে হালকা নাশতা, রিফ্রেশমেন্ট ও মোক্তার ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি স্বল্পমূল্যে বিক্রি করা হয়। এ থেকে সমস্ত আয় অনুষ্ঠান আয়োজনের খরচ বহনে ব্যবহার করা হবে।

Sports in Sydney 10

এএমডব্লিউসির সভাপতি ড. আনিসুল আফসার, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এডব্লিউএমসি সানডে মাদরাসা এবং হাফেজুল কোরআন প্রোগ্রাম দিন দিন উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। আমরা আমাদের শিশুদের ইসলামী শিক্ষা ও নৈতিক বিকাশের পাশাপাশি তাদের শারীরিক ও সামাজিক বিকাশেও উৎসাহ দিতে আপনাদের সবার উপস্থিতি ও সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে