logo
প্রবাসের খবর

ব্রিটিশদের হতাশ করে রেকর্ড ২৭ কোটি ডলারের জ্যাকপট জিতলেন অস্ট্রিয়ান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ মার্চ ২০২৫
Copied!
ব্রিটিশদের হতাশ করে রেকর্ড ২৭ কোটি ডলারের জ্যাকপট জিতলেন অস্ট্রিয়ান
ছবি: সংগৃহীত

ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ ব্রিটিশ টিকিটধারীদের হতাশ করে জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারের জ্যাকপটের অর্থের পরিমাণ ছিল এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি। এবার যিনি জ্যাকপট জিতেছেন তিনি পাবেন ২৭ কোটি (ইউএস) ডলারেও বেশি।

খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের।

খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার লটারি অপারেটর জানিয়েছে—ইউরোমিলিয়নস চালুর পর থেকে এই নিয়ে মোট ১৯ বার অস্ট্রিয়ানরা এই জ্যাকপট জিতলেন। গত মঙ্গলবার ২৩৫ মিলিয়ন ডলারের জ্যাকপট কেউ না জেতায় শুক্রবারের ড্রয়ের পুরস্কার আরও বেড়ে যায়।

এর আগে, ২০২৪ সালের ১৯ জুলাই এক ব্যক্তি ২৫ কোটি ডলারের লটারি জিতেছিলেন। তবে এবারে সেই রেকর্ডও ভেঙে গেল। তারও আগে, ২০২২ সালের মে মাসে গ্লচেস্টারের জো এবং জেস থোয়েট প্রায় ২৪ কোটি ডলারের লটারি জিতেছিলেন। জো থোয়েট তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘সকালে ঘুম ভেঙে একটি ই-মেইল দেখতে পাই এবং জানতে পারি আমরা জিতেছি। প্রথমে বিশ্বাস করতে পারিনি এবং কী করব তা বুঝতে পারছিলাম না।’ তাঁর স্ত্রী জেস থোয়েটও প্রথমে বিষয়টি বিশ্বাস করেননি।

এই জয় তাদের জীবনে বড় পরিবর্তন এনেছে। জেস থোয়েট বলেন, ‘এই জয় আমাদের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিল, যা আগে ছিল না।

এই বিশাল জ্যাকপট হাতছাড়া হওয়ায় যুক্তরাজ্যের লটারি অংশগ্রহণকারীরা স্বাভাবিকভাবেই হতাশ। তাই এখন তাদের ইউরোমিলিয়নসের পরবর্তী ড্রয়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৯ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে