logo
প্রবাসের খবর

জেদ্দায় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোয় বাংলাদেশের সরব উপস্থিতি

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব২৭ সেপ্টেম্বর ২০২৫
Copied!
জেদ্দায় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোয় বাংলাদেশের সরব উপস্থিতি

বিশ্বজুড়ে পোশাক ও বস্ত্রশিল্পের উৎপাদক, পরিবেশক, ব্যবসায়ী, আমদানিকারক এবং রপ্তানিকারকদের সমবেত করে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় শুরু হয়েছে '৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫'। বৈশ্বিক শিল্পোদ্যোক্তাদের এক মঞ্চে এনেছে এই এক্সপো।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চার দিনের এই আন্তর্জাতিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

জেদ্দা চেম্বারের বোর্ড মেম্বার মর্শাইল আল ওতাইবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। প্রায় ৮ হাজার বর্গকিলোমিটারজুড়ে আয়োজিত এই এক্সপোতে স্বাগতিক সৌদি আরব ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশ অংশগ্রহণ করছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো তাদের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অপার সম্ভাবনাময় খাতগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরছে। মেলা প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

PIC (2)

বাংলাদেশ রপ্তানি ব্যুরো (ইপিবি) ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের সহায়তায় এবারের মেলায় বাংলাদেশের ১২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। স্থানীয় উদ্যোক্তা ও আমদানিকারকদের সঙ্গে বিশ্বের প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের সুনির্দিষ্ট চাহিদা মেটানোর লক্ষ্য নিয়েই এই আন্তর্জাতিক মেলাটি শুরু হয়েছে। এই প্রদর্শনীতে পোশাক সামগ্রী, ফ্যাশন, গিফটওয়্যার এবং টেক্সটাইল খাতের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

জেদ্দা আন্তর্জাতিক এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জেদ্দায় বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

PIC (1)

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা, বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ থেকে আগত শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জেদ্দায় অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

কনসাল জেনারেল আশা প্রকাশ করেন, এই জাতীয় আয়োজন ব্যবসা ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

PIC (3)

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য বিশ্ব বাজারে তুলে ধরার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই এক্সপো থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিশাল বাজার ধরা সম্ভব। প্রথম দিনেই বেশ কিছু অর্ডার পাওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ। শুধু ক্রেতাদের আকৃষ্ট করাই লক্ষ্য নয়, একই সঙ্গে উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করবে বলে তারা আশা প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের নারীনীতি শিথিল হওয়ায় এবারই প্রথম বাংলাদেশের কয়েকজন নারী উদ্যোক্তাও আন্তর্জাতিক এই ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো মেলায় অংশ নিয়েছেন এবং তারা বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানান।

PIC (4)

সৌদি আরবে বসবাসরত লাখ লাখ বাংলাদেশি বিশ্বের সবচেয়ে বড় শ্রমবাজারটিতে রেমিট্যান্স প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই প্রবাসী বাংলাদেশিগণ দেশীয় পণ্যের ব্যবহারের মাধ্যমে রপ্তানি আয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।

বিশ্লেষকদের মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের শিল্প ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের পণ্যের গুণগত মান, ডিজাইন ও প্যাকেজিং প্রদর্শন করতে পারছেন, অন্যদিকে এটি পারস্পরিক সংযোগ স্থাপনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ এনে দেবে।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে