
বিডিজেন ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, টাওয়ার হ্যামলেটসে আগামী ১৩–১৪ ডিসেম্বর হেরিটেজ উইকের সময় অনুষ্ঠিতব্য বহুল প্রতিক্ষিত এসএমই মেলাকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
প্রাণবন্ত এই আয়োজনটি বিশেষভাবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ‘অসাধারণ সৃজনশীলতা ও উদ্যোগ’ এবং ব্রিটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী দক্ষতাকে তুলে ধরার মাধ্যমে প্রতিভা প্রদর্শনের একটি চমৎকার প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
হাইকমিশন জানায়, এ মেলাটি এসব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিচিতি লাভ, নতুন সংযোগ সৃষ্টি এবং অর্থনীতি ও অভিন্ন সংস্কৃতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান উদ্যাপনের এক অসাধারণ সুযোগ।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বৃহস্পতিবার (২০ নভেম্বর) যুক্তরাজ্যে বাংলাদেশের জন্য বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন।
বিস্তৃত এই আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়, যা দুই দেশের প্রাণবন্ত অংশীদারত্ব আরও দৃঢ় করতে সহায়তা করবে।
হাইকমিশন সবাইকে এই তারিখগুলো মনে রাখার এবং নারী-নেতৃত্বাধীন এই গতিশীল ব্যবসাগুলোকে সমর্থন জানাতে মেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।
বাণিজ্যের বাইরেও, হেরিটেজ উইক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের স্মরণীয় এক উৎসব এবং কমিউনিটি ও ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী করার এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে চলেছে।

যুক্তরাজ্যের লন্ডনে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, টাওয়ার হ্যামলেটসে আগামী ১৩–১৪ ডিসেম্বর হেরিটেজ উইকের সময় অনুষ্ঠিতব্য বহুল প্রতিক্ষিত এসএমই মেলাকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
প্রাণবন্ত এই আয়োজনটি বিশেষভাবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ‘অসাধারণ সৃজনশীলতা ও উদ্যোগ’ এবং ব্রিটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী দক্ষতাকে তুলে ধরার মাধ্যমে প্রতিভা প্রদর্শনের একটি চমৎকার প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
হাইকমিশন জানায়, এ মেলাটি এসব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিচিতি লাভ, নতুন সংযোগ সৃষ্টি এবং অর্থনীতি ও অভিন্ন সংস্কৃতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান উদ্যাপনের এক অসাধারণ সুযোগ।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বৃহস্পতিবার (২০ নভেম্বর) যুক্তরাজ্যে বাংলাদেশের জন্য বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন।
বিস্তৃত এই আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়, যা দুই দেশের প্রাণবন্ত অংশীদারত্ব আরও দৃঢ় করতে সহায়তা করবে।
হাইকমিশন সবাইকে এই তারিখগুলো মনে রাখার এবং নারী-নেতৃত্বাধীন এই গতিশীল ব্যবসাগুলোকে সমর্থন জানাতে মেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।
বাণিজ্যের বাইরেও, হেরিটেজ উইক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের স্মরণীয় এক উৎসব এবং কমিউনিটি ও ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী করার এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে চলেছে।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।