logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে বাংলাদেশি কমিউনিটির ১০ বছর পূর্তি উপলক্ষে মেজবান

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৩ নভেম্বর ২০২৫
Copied!
অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে বাংলাদেশি কমিউনিটির ১০ বছর পূর্তি উপলক্ষে মেজবান

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের উদ্যোগে হয়েছে জমকালো মেজবান।

গতকাল শনিবার (২২ নভেম্বর) সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মেজবান মিলনমেলা হয়ে উঠেছিল। নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনক চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সহযোগিতায় আয়োজন করে বর্ণিল এই মেজবানের।

গত এক দশক ধরে নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে আসছে। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি নিউ ক্যাসেলে দীর্ঘ ১০ বছর ধরে তারা সফলভাবে পরিচালনা করছে একটি বাংলা স্কুল, যা নতুন প্রজন্মকে মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কমিউনিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা উৎসবমুখর পরিবেশে মিলিত হয়ে উদযাপনকে পরিণত করেন এক আন্তরিক আড্ডায়।

নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের সভাপতি ডা সাইফুল হাবিব বলেন, আমরা নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটিকে ভবিষ্যতে আরও নানা কাজে যুক্ত করে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে চট্টগ্রাম ক্লাবের সঙ্গে আমাদের সহযোগিতা ধারাবাহিকভাবে আরও বিস্তৃত হবে।

১০ বছর পূর্তির এই আয়োজন নিউ ক্যাসেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্য, অগ্রগতি ও সাংস্কৃতিক শেকড়ের প্রতি মমত্ববোধকে নতুনভাবে তুলে ধরেছে।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে