
বিডিজেন ডেস্ক

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটিতে বিদেশি পর্যটকদের জন্য নতুন ভ্রমণ কর চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে। স্থানীয়ভাবে যেটি ‘খা ইয়েপ প্যান দিন’ অর্থাৎ—থাইল্যান্ডের মাটিতে পা রাখার কর নামে পরিচিত।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিদেশিদের জন্য নতুন ভ্রমণ কর প্রথমে ২০২৫ সাল থেকে চালুর সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ড। পরে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তা নির্ধারিত সময়ে কার্যকর করা হচ্ছে না।
থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী চাক্রপোল তাংসুত্তিথাম গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রী সরাওয়ং থিয়েনথং বিষয়টি পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন যে, বর্তমান সময় কর চালুর জন্য উপযুক্ত নয়। চলমান বৈশ্বিক অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাক্রপোল বলেন, ‘২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে আসন্ন পর্যটন মৌসুমে আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ কেমন থাকে, তা পর্যবেক্ষণ করতে হবে।’
ভ্রমণের মাধ্যম—স্থল, জল, রেল বা আকাশ—অনুযায়ী কত কর ধার্য হবে, তা নির্ধারণে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে কবে থেকে নতুন কর নির্ধারণ করা হবে তা কেউ বলতে পারেনি।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটিতে বিদেশি পর্যটকদের জন্য নতুন ভ্রমণ কর চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে। স্থানীয়ভাবে যেটি ‘খা ইয়েপ প্যান দিন’ অর্থাৎ—থাইল্যান্ডের মাটিতে পা রাখার কর নামে পরিচিত।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিদেশিদের জন্য নতুন ভ্রমণ কর প্রথমে ২০২৫ সাল থেকে চালুর সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ড। পরে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তা নির্ধারিত সময়ে কার্যকর করা হচ্ছে না।
থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী চাক্রপোল তাংসুত্তিথাম গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রী সরাওয়ং থিয়েনথং বিষয়টি পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন যে, বর্তমান সময় কর চালুর জন্য উপযুক্ত নয়। চলমান বৈশ্বিক অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাক্রপোল বলেন, ‘২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে আসন্ন পর্যটন মৌসুমে আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ কেমন থাকে, তা পর্যবেক্ষণ করতে হবে।’
ভ্রমণের মাধ্যম—স্থল, জল, রেল বা আকাশ—অনুযায়ী কত কর ধার্য হবে, তা নির্ধারণে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে কবে থেকে নতুন কর নির্ধারণ করা হবে তা কেউ বলতে পারেনি।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।