logo
প্রবাসের খবর

হুমায়ূন আহমেদ স্মরণে সিডনিতে পড়ুয়ার আসরের বিশেষ আয়োজন ‘প্রিয় পদরেখা’

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২০ নভেম্বর ২০২৫
Copied!
হুমায়ূন আহমেদ স্মরণে সিডনিতে পড়ুয়ার আসরের বিশেষ আয়োজন ‘প্রিয় পদরেখা’

প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ করতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন সাংস্কৃতিক উৎসব।

রোববার (১৬ নভেম্বর) সকালে ম্যাকুয়ারি লিংকস গলফ ক্লাবের কমিউনিটি হলে পড়ুয়ার আসর আয়োজিত বিশেষ স্মরণানুষ্ঠান ‘প্রিয় পদরেখা’ ছিল সাহিত্য, স্মৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা।

স্থানীয় সময় সকাল ১১টায় নিয়ন আহমেদের কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি পাঠ করেন। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হলে পুরো হলে এক গম্ভীর ও শ্রদ্ধাময় আবহ তৈরি হয়।

Humayun Ahmed remembered in Sydney 2

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হুমায়ূন আহমেদের রচনা থেকে বাছাই করা অংশের পাঠ। রোকেয়া আহমেদ, কাশফী আসমা আহমেদ ও মাজনুন মিজানের গ্রন্থনায় সাজানো এই পর্বে ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা ও কবিতা পাঠে অংশ নেন বহু পাঠক-সাহিত্যপ্রেমী।

লায়লা লজি পড়েন হুমায়ূন আহমেদের গল্প ‘ফেরা’ থেকে, রওশন পারভীন আত্মজৈবনিক রম্যরচনা থেকে এবং মাসাউকি খাতাঁওরা, শামীমা আলমগীর, আজিজা শাদাত ও মেহেদী হাসান হুমায়ূনের বিভিন্ন লেখা থেকে পাঠ করেন। কবিতা আবৃত্তি করেন নূররুনাহার বেগম, নাসরিন মোফাজ্জল ও কাশফী আসমা আলম।

‘জোছনা ও জননীর গল্প’ থেকে পাঠ করেন রীনা আক্তার, নূরুন্নাহার বেগম ও মুক্তিযোদ্ধা শাদাত হোসেন। শেষাংশ পাঠ করতে গিয়ে শাদাত হোসেন আবেগে আপ্লুত হয়ে পড়লে উপস্থিত দর্শকও গভীর আবেগে ভেসে যান।

এই পর্বে বিশেষ চমক ছিল নাট্য সংলাপ পরিবেশনা—মুনা ও বাকের চরিত্রে কাশফী আসমা আলম ও মেহেদী হাসানের পরিবেশনা এবং হিমু–রূপার আইকনিক দৃশ্যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান ও রূপন্তি আকিদের অভিনয়।

Humayun Ahmed remembered in Sydney 3

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পড়ুয়ার আসর কর্তৃক প্রকাশিত হুমায়ূন আহমেদ স্মরণিকা ‘প্রিয় পদরেখা’–র মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন নাসরিন গনি। এসময় বক্তব্য দেন শফিকুল আলম ও সাজ্জাদ সিদ্দিকী।

বিশিষ্ট লেখক ও গবেষক শাখাওয়াৎ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। আলোচনায় অংশ নেন গবেষক শাফিন রাশেদ, ড. আলি কাজী, অজয় দাশগুপ্ত, নাসরিন গনি এবং অভিনেতা মাজনুন মিজান। তারা হুমায়ূন আহমেদের সাহিত্যভুবন, মানবিকতা, চরিত্র সৃষ্টির বৈচিত্র্য ও বাংলা সংস্কৃতিতে তার প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ করেন।

Humayun Ahmed remembered in Sydney 4

তৃতীয় পর্বে পড়ুয়ার আসর কমিউনিটিতে অবদান রাখা চারজন গুণীজনকে সম্মাননা প্রদান করে—সিরাজুস সালেকীনকে রবীন্দ্রসংগীতে অবদানের জন্য, সালেহা নবীকে সিডনির প্রথম বাংলা স্কুলে দীর্ঘদিন বাংলা শিক্ষা পরিচালনার জন্য, গামা কাদিরকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এবং ড. রফিকুল ইসলামকে বাংলা প্রসার কমিটি ও বার্ডিয়া বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে এগিয়ে নেওয়ার জন্য। রফিকুল ইসলাম অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী মিলি ইসলাম।

অনুষ্ঠানের শেষাংশে ছিল গান, নৃত্য ও কবিতা। হুমায়ূন আহমেদের লেখা গানে কণ্ঠ দেন নাবিলা স্রোতস্বিনী, সামিহা রাশেদ ও তীর্থ কর। নৃত্য পরিবেশন করেন অবনী খান। এ ছাড়া গান পরিবেশন করেন এহসান আহমেদ, সাজ্জাদুল চৌধুরী বাপ্পী, ফারিয়া নাজিম, নাজ আহমেদ ও নীলুফা ইয়াসমিন। তবলায় সংগত করেন সাকিনা আক্তার ও বিজয় সাহা, মন্দিরায় ছিলেন শাজাহান বৈতালিক। কবিতা আবৃত্তি করেন পলি ফরহাদ। সমাপনী বক্তব্য দেন নাসরিন মোফাজ্জল।

Humayun Ahmed remembered in Sydney 5

মঞ্চসজ্জায় নেতৃত্ব দেন কাশফী আসমা আলম। খাবারের স্টলের দায়িত্বে ছিলেন রওশন পারভীন ও শামীমা আলমগীর মনি। বইঘরের পক্ষ থেকে আতিকুর রহমান শুভ উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের সব বইসহ।

সিডনির সাহিত্যপ্রেমীদের জন্য ‘প্রিয় পদরেখা’ ছিল এক স্মরণীয় দিন—হুমায়ূন আহমেদের অমর সৃষ্টির প্রতি সম্মান ও আবেগে ভরা একটি পূর্ণাঙ্গ আয়োজন।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে