logo
প্রবাসের খবর

আবুধাবিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে২৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
আবুধাবিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’– এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উদ্‌যাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) আবুধাবির একটি রেস্টুরেন্টের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমিরাত শাখার সভাপতি আবু তৈয়ব চৌধুরী।

Anniversary celebration in Abu Dhabi 2

সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের বাঙালি কর্মকর্তা মোহাম্মদ জাফর ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা লেখকদের জন্য আলাদাভাবে মন্ত্রণালয় গঠন, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখকদের জন্য দেশে একটি লেখক কল্যাণ ব্যাংক ও সাহিত্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিসহ ১৯টি দাবি জানানো হয়।

উল্লেখ্য, ‘অক্ষরে অমরতা’ স্লোগান নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৭টি শাখায় বাংলা সাহিত্য নিয়ে কাজ করছে সংগঠনটি।

আলোচনা সভায় বক্তব্য দেন সম্মানিত অতিথি ব্যবসায়ী মাহবুব খন্দকার, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পী, উপদেষ্টা কবি ও সাংবাদিক মোহাম্মদ ফরহাদ হোসাইন, সাংবাদিক এম আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার, নির্বাহী সদস্য মাহবুবুল আলম, সদস্য রফিকুল ইসলাম রোমান, ব্যবসায়ী মাসুম, মাইনুদ্দিন ও সাংবাদিক আব্দুল মান্নান রানা।

অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান সাগর ও নাসির উদ্দিন প্রমুখ।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে