logo
প্রবাসের খবর

আবুধাবিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে২৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
আবুধাবিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’– এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উদ্‌যাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) আবুধাবির একটি রেস্টুরেন্টের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমিরাত শাখার সভাপতি আবু তৈয়ব চৌধুরী।

Anniversary celebration in Abu Dhabi 2

সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের বাঙালি কর্মকর্তা মোহাম্মদ জাফর ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা লেখকদের জন্য আলাদাভাবে মন্ত্রণালয় গঠন, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখকদের জন্য দেশে একটি লেখক কল্যাণ ব্যাংক ও সাহিত্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিসহ ১৯টি দাবি জানানো হয়।

উল্লেখ্য, ‘অক্ষরে অমরতা’ স্লোগান নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৭টি শাখায় বাংলা সাহিত্য নিয়ে কাজ করছে সংগঠনটি।

আলোচনা সভায় বক্তব্য দেন সম্মানিত অতিথি ব্যবসায়ী মাহবুব খন্দকার, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পী, উপদেষ্টা কবি ও সাংবাদিক মোহাম্মদ ফরহাদ হোসাইন, সাংবাদিক এম আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার, নির্বাহী সদস্য মাহবুবুল আলম, সদস্য রফিকুল ইসলাম রোমান, ব্যবসায়ী মাসুম, মাইনুদ্দিন ও সাংবাদিক আব্দুল মান্নান রানা।

অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান সাগর ও নাসির উদ্দিন প্রমুখ।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে