logo
প্রবাসের খবর

কুয়ালালামপুরে কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম সংবর্ধিত

প্রতিনিধি, কুয়ালালামপুর০৯ ডিসেম্বর ২০২৫
Copied!
কুয়ালালামপুরে কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম সংবর্ধিত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উদ্যোগে সংবর্ধিত হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম।

সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনি।

Chittagong Association Malaysia 2

সমিতির সাধারণ সম্পাদক সাদেক উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান, সিনিয়র সহ সভাপতি ফজলে নুর বাপ্পি, সহ সভাপতি হেলাল উদ্দিন, মো: সাইফুদ্দিন, মো. জসীম উদ্দীন ও আরমানুল ইসলাম।

Chittagong Association Malaysia 3

সভায় সংবর্ধিত অতিথি মোজাহের ইসলাম বলেন , "মালয়েশিয়ায় ঘুরতে এসে এখানে প্রবাসী চট্টগ্রামবাসীদের যে ভালোবাসা পেয়েছি তা অতুলনীয়। আমার মনেই হচ্ছে না চট্টগ্রামের বাইরে আছি। কুয়ালালামপুরের হাংতুয়া যেন একখণ্ড চট্টগ্রাম। চাটগাঁইয়া মানুষ একে অপরের প্রতি আসলেই অনেক আন্তরিক। এটাই আমাদের চট্টগ্রামের মানুষের বৈশিষ্ট। "

Chittagong Association Malaysia 4

রফিক আহমদ খান তার বক্তব্যে কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম মোজাহের ভাইয়ের মানবিক কাজগুলো তুলে ধরে বলেন, ' কনটেন্ট নির্মাণের উদ্দেশ্য শুধুমাত্র আনন্দ বিনোদন ও টাকা আয়ের পথ না, এর মাধ্যমে মানুষের উপকার ও শিক্ষানীয় নানা বিষয় তুলে ধরা যায়। যা মোজাহের ইসলাম করে যাচ্ছেন। "

ফজলে নুর বাপ্পি চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার নানা মানবিক কাজগুলো তুলে ধরেন।

Chittagong Association Malaysia 5

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাঈম উদ্দিন সুমন, মোহাম্মদ সামাদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোস্তাক আল আমিন, মোহাম্মদ হারুন, জাকারিয়া ফারুকী, আব্দুল আজিজ বাবুল, রাশেদুল ইসলাম রাশেল, তানজিম, শহিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল।

উল্লেখ্য, চট্টগ্রাম তথা বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর মোজাহের ইসলাম। তিনি স্যোশাল মিডিয়ায় তার দর্শকদের কাছে 'মোজাহের ভাই' নামে পরিচিত।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে