logo
প্রবাসের খবর

গ্রিসের দক্ষিণে ক্রিসি দ্বীপের কাছে নৌকাডুবি, অন্তত ১৮ অভিবাসী নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ ডিসেম্বর ২০২৫
Copied!
গ্রিসের দক্ষিণে ক্রিসি দ্বীপের কাছে নৌকাডুবি, অন্তত ১৮ অভিবাসী নিহত
ফাইল ছবি: এএফপি

গ্রিসের দক্ষিণের ছোট দ্বীপ ক্রিসি থেকে ২৬ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণে একটি নৌকা উল্টে কমপক্ষে ১৮ জন অভিবাসী ডুবে মারা গেছেন। এ ঘটনায় সমুদ্র থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

একজন কোস্টগার্ড কর্মকর্তা শনিবার (৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তুরস্কের একটি কার্গো জাহাজ ডুবতে থাকা নৌকাটিকে দেখতে পায়। এরপর তারা গ্রিস কর্তৃপক্ষ জানায়।

ওই কর্মকর্তা আরও জানান, জীবিত বেঁচে যাওয়া দুজনকে ক্রিট দ্বীপে নেওয়া হচ্ছে।

২০১৫-১৬ সালের অভিবাসন সংকটে গ্রিস ছিল সামনের সারিতে, যখন মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ১০ লাখেরও বেশি মানুষ ইউরোপে প্রবেশ করে।

সেই সময়ের পর থেকে এই প্রবাহ কমে গেলেও গত এক বছরে অভিবাসী নৌকার সংখ্যা আবার তীব্রভাবে বেড়েছে। বিশেষ করে লিবিয়া থেকে ক্রিট, গাভদোস এবং ক্রিসি—আফ্রিকার উপকূলের নিকটবর্তী এজিয়ান দ্বীপপুঞ্জের এই তিন দ্বীপের দিকে অভিবাসী নৌকা বেশি আসছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও এখনো সাধারণ ঘটনা।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৮ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে