logo
প্রবাসের খবর

তিন মাসে রেকর্ড ওমরাহ যাত্রী দেখল সৌদি আরব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ জানুয়ারি ২০২৫
Copied!
তিন মাসে রেকর্ড ওমরাহ যাত্রী দেখল সৌদি আরব

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ড ওমরাহ যাত্রী দেখেছে সৌদি আরব। সোমবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ড ৬২ লাখ ৫৪ হাজার ৭৫১ জন যাত্রী ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। যা এর আগের বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৭ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৬ শতাংশ নারী ছিলেন। আর ১০ দশমিক ৭ শতাংশ ছিলেন সৌদি সরকারের অতিথি, যাদের ওমরাহর যাবতীয় ব্যয়ভার বহন করেছে সৌদি কর্তৃপক্ষ।

এ সময় ওমরাহ পালনকারীদের ২৯ দশমিক ২ শতাংই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ১৭ লাখ ৭ হাজার ৫১৪ জন পুরুষ এবং ১৬ লাখ ৩৮ হাজার ৭৪৩ জন নারী।

গত বছরের তুলনায় চলতি বছর সৌদি আরবের অভ্যন্তরীণ ওমরাহ পালনকারীদের সংখ্যাও বেশি ছিল। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় চলতি বছর একই সমেয়ে অভ্যন্তরীণ ওমরাহ পালনকারীর সংখ্যা বেড়েছে ২৯ লাখ ৬ হাজার ২৩৯ জন।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে