logo
প্রবাসের খবর

সিডনিতে শঙ্খনাদ ইনকের উদ্যোগে মহালয়া উদ্‌যাপন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সিডনিতে শঙ্খনাদ ইনকের উদ্যোগে মহালয়া উদ্‌যাপন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের সিডনিতে শঙ্খনাদ ইনকের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়েছে শুভ মহালয়া। এ উপলক্ষে আয়োজিত শারদ মেলা হিন্দু ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিদের প্রাণের মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ইঙ্গেলবার্নের গ্রেগ পারসিভাল হলে দিনব্যাপী এই মেলায় ছিল ভক্তিমূলক সংগীত, নৃত্য ও আবৃত্তিতে ভরপুর।

সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক হিমেল হোরের অনুপম সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় সম্মিলিত পরিবেশনার মাধ্যমে। স্থানীয় কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীদের সহায়তায় মন্ত্র পাঠ করেন অনুপম দেব। পরিবেশিত হয় ৩টি কোরাস গান ও ৩টি নৃত্য, যেখানে মহালয়ার ভোরের আবহকে জীবন্ত করে তোলেন শিল্পীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, ক্যাম্বলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ, আশিকুর রহমান।

Sydney Mahalaya Celebration 2

প্রথম পর্ব শেষে শিশুদের পরিবেশনা ‘নমো চণ্ডী’ দর্শকদের মুগ্ধ করে। নৃত্যে অংশ নেয় লিবনি। শ্লোক পাঠ করে রেমো। একক সংগীতে ‘ধরণীর ও বর’ গানটি পরিবেশন করেন স্বপ্না চক্রবর্তী।

পরবর্তীতে ধারাবাহিকভাবে পরিবেশিত হয়, বাঁধনের কণ্ঠে ‘তোমার মোহনো রূপে’ ও ‘আজিকে বাজে মনের মাঝে’। সুমন দা ও পার্থর দলীয় সংগীত, পূর্ণতা কুণ্ডুর একক গান, শ্রেয়সী দাসের নৃত্য, রঞ্জিত দাস ও সৌমিক ঘোষের সংগীত পরিবেশনা।

Sydney Mahalaya Celebration 3

শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় প্রবাসী দর্শক–শ্রোতারা হয়ে ওঠেন উচ্ছ্বসিত। মহালয়ার আবহে গান, নৃত্য ও আবৃত্তির এই সুষম মেলবন্ধন সিডনির বাঙালিদের জন্য হয়ে উঠেছিল অনন্য এক সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন (কোরাস) স্বপ্না চক্রবর্তী, অদিতি মিত্র, মৌমিতা দেব, সুবর্ণা তালুকদার, নামি দে চৌধুরী, অরুণা কিশোর দাস, মিতা দে, (তবলা) কামনাশীষ চৌধুরী, মন্ত্র পাঠ, অনুপম দেব, শিশু শিল্পী লিবনি, আর্শিয়া, অর্ষিতা, মৌরি, রেমো, রাপ্তি, আরিশ, গান, রঞ্জিত দাস, সৌমিক ঘোষ, পূর্ণতা কুণ্ডু, হৈমন্তী, বাঁধন, সুমন বর্ধন, পার্থ এবং নাচে শ্রেয়সী দাস, সুরমিতা সিনহা।

Sydney Mahalaya Celebration 5

এবারের শারদ মেলার বিশেষ আকর্ষণ ছিল চারজন গুণীজনকে শারদ সম্মাননা প্রদান। কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পান, সাবেক কাউন্সিলর প্রবীর মৈত্র, লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ড. সমীর সরকার।

প্রবাসী জীবনেও ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক শেকড়কে ছুঁয়ে যাওয়া এই মহালয়া অনুষ্ঠান সিডনির বাঙালিদের প্রাণের মিলনমেলায় রূপ নিয়েছিল।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে