logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লোহাগড়া উপজেলা

প্রতিনিধি, কুয়ালালামপুর২৪ সেপ্টেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লোহাগড়া উপজেলা

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির ফুটসাল টুর্নামেন্টে (২০২৫) চ্যাম্পিয়ন হয়েছে এফসি লোহাগড়া। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এফসি লোহাগড়ার কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়েছে সিএফসি সাতকানিয়া।

চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, মহানগর ও কক্সবাজারের খেলোয়াড় নিয়ে গঠিত মোট ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং সিটি সেন্টারে লালাপোর্ট ফুটসাল হাবে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

Chittagong Association's Futsal in Malaysia 2

মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া'র সভাপতি ইসকান্দর মনি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজুল হকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান, সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ, সহ সভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি আব্বাস হোসেন, মোহাম্মদ শাহাব উদ্দিন সিআইপি, ব্যবসায়ী মার্শাল পাভেল, ব্যবসায়ী সালাউদ্দিন, শওকত হোসেন, বিডিএফসি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, আল আমিন মোস্তাক, আশরাফ হোসেন প্রমুখ।

খেলায় রেফারি হিসেবে সুনিপুণ দায়িত্ব পালন করেছেন বিডিএফসি মালয়েশিয়ার ইকবাল, মঈনুল, আলী ও মোহাম্মদ আরাফাত।

Chittagong Association's Futsal in Malaysia 3

বক্তব্যে রফিক আহমদ খান বলেন, বর্তমানে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই তরুণ। তরুণদের সবচেয়ে বেশি আর্কষণ করে খেলাধুলা। তা বোঝা গেল এই টুর্নামেন্টের মাধ্যমে। টুর্নামেন্টের ম্যাচগুলো উপভোগ করার জন্য দর্শকদের সমাগম ও আনন্দ উল্লাস দেখে সত্যিই অভিভূত। এই খেলাধুলার মাধ্যমে আনন্দ যেমন পাওয়া যায় তেমনি খেলাধুলা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার অন্যতম নিয়ামক।

ইসকান্দর মনি তার বক্তব্যে বলেন, আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির অনেকের পরিশ্রমের সুফলে এই টুর্নামেন্ট সফলভবে সম্পন্ন করতে পেরেছি। টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ দল খুব ভালো ফুটবল নৈপুণ্য দেখিয়েছে।

তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক দলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

Chittagong Association's Futsal in Malaysia 4

সাদেক উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া ৮টি দলই ভালো ফুটবল খেলেছে। সব দলের অসাধারণ ক্রীড়াশৈলী দর্শকেরা দারুণ উপভোগ করেছেন।

সুশৃঙ্খলতার সঙ্গে টুর্নামেন্ট সম্পন্ন করায় তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, টুর্নামেন্ট আয়োজনে যারা অর্থ-শ্রম ও পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ।

খেলায় রেফারি হিসেবে সুনিপুণ দায়িত্ব পালন করেছেন বিডিএফসি মালয়েশিয়ার ইকবাল, মঈনুল, আলী ও মোহাম্মদ আরাফাত।

Chittagong Association's Futsal in Malaysia 5

টুর্নামেন্টে সুশৃঙ্খল দলের পুরস্কার পায় ডায়নামিক পটিয়া দল। টুর্নামেন্টে ৪ গোল দিয়ে ম্যান অব টুর্নামেন্ট হন এফসি লোহাগড়া দলের ফরহাদ। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলো হচ্ছে কর্ণফুলী স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম একাদশ, কক্সবাজার আল হেলাল, আনোয়ারা সিটিজি ও চট্টগ্রাম মহানগর দল।

Chittagong Association's Futsal in Malaysia 6

টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড় চট্টগ্রামের আঞ্চলিক ভাষাভাষী এবং চট্টগ্রাম ও কক্সবাজারের স্থায়ী বাসিন্দা। টুর্নামেন্টের ম্যাচ উপভোগ করার জন্য কুয়ালালামপুর ও আশেপাশের এলাকায় বসবাসকারী চট্টগ্রামবাসীরা ভিড় করেন। অসংখ্য দর্শকে পরিপূর্ণ ছিল মাঠের বাইরে। দর্শকেরা আনন্দ উল্লাসের সাথে খেলা উপভোগ করতে দেখা যায়। হাংতুয়া, বুকিত বিনতাং, টাইমস্কয়ার, পুড়ু এলাকায় বসবাসকারী বাংলাদেশের অন্য জেলার প্রবাসীরাও খেলা উপভোগ করেন।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে